Ranji Trophy: অনুষ্টুপের শতরানের সুবাদে হিমাচল প্রদেশের বিরুদ্ধে প্রথম দিনে ৩১০ রান করল বাংলা
হিমাচল প্রদেশের বিরুদ্ধে এই ম্য়াচেই বাংলার সিনিয়র দলের হয়ে অভিষেক ঘটালেন রবিকান্ত সিংহ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appম্যাচে টসে হেরে হিমাচল প্রদেশের বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নামে বাংলার দল। তবে বাংলার দুই ওপেনার অভিষেক দাস (১১) ও কৌশিক ঘোষ (৪) কেউই বড় রান করতে পারেননি।
হিমাচলের হয়ে নতুন বল হাতে আগুন ঝরান সিদ্ধার্থ শর্মা। তাঁর দাপটেই চাপে পড়ে যায় বাংলা।
চাপের মুখ থেকে দলে বের করার দায়িত্ব পড়ে অনুষ্টুপ ও অধিনায়ক মনোজ তিওয়ারির কাঁধে। তবে মনোজ মাত্র তিন রানেই ফেরেন। ৪৪ রানে পাঁচ উইকেট হারায় বাংলা।
এরপরেই ক্রিজে নামেন বাংলার 'ক্রাইসিস ম্যান' শাহবাজ আমেদ। ষষ্ঠ উইকেটে অনুষ্টুপ ও শাহবাজ মিলে শতরানের পার্টনারশিপ (১১০ রান) গড়েন।
image ৪৯ রানের একটি সুন্দর ইনিংস খেলে আউট হন শাহবাজ। তরুণ কিপার-ব্যাটার অভিষেক পোড়েলও (১২ রান) বেশিক্ষণ টিকতে পারেননি।
এদিন নয় নম্বরে নেমে ব্যাট হাতে এক আগ্রাসী ইনিংস খেললেন আকাশ দীপ। ৪৫ বলে ৩৪ রান করেন তিনি।
২৬০ রানে বাংলা দল নয় উইকেট হারিয়ে ফেললেও শেষ উইকেটে ইতিমধ্যেই ৫০ রান যোগ করে ফেলেছেন অনুষ্টুপ ও ঈশান।
দিনের শেষে বাংলার স্কোর নয় উইকেটে ৩১০ রান। অনুষ্টুপ ১৫৯ রানে অপরাজিত রইছেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -