Cricket Awards: বর্ষসেরা রোহিত, জীবনকৃতি পেলেন দ্রাবিড়, বর্ণাঢ্য অনুষ্ঠানে আর কারা পুরস্কার পেলেন?
মুম্বইয়ে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হলেন। তিনি অধিনায়ক হিসাবে বিশ্বকাপ তো জিতেইছেন। পাশাপাশি ব্যাট হাতেও অনবদ্য পারফর্ম করেছেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ়ে যশস্বী জয়সওয়াল ৭৯.৯১ গড়ে পাঁচ ম্যাচে ৭১২ রান করেছিলেন। তাঁকে সেরা টেস্ট ব্যাটারের পুরস্কার দেওয়া হল।
আর অশ্বিন ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচে ২৫টি উইকেট নিয়ে সিরিজ়ের সর্বোচ্চ উইকেটসংগ্রাহক হয়েছিলেন। তিনি পেলেন সেরা টেস্ট বোলার হওয়ার সম্মান।
বিশ্বকাপে ২৪টি উইকেট নিয়েছিলেন। প্রথম ভারতীয় হিসাবে ওয়ান ডে ক্রিকেটের মেগা টুর্নামেন্ট ৫০ উইকেট নেওয়ার কৃতিত্বও রয়েছে তাঁর দখলে সেই মহম্মদ শামি হলেন সেরা ওয়ান ডে বোলার।
ওই বিশ্বকাপেই ব্যাট হাতে মোট ৭৬৫ রান করেছিলেন বিরাট কোহলি। ৫০তম শতরান হাঁকিয়ে সচিন তেন্ডুলকরের সেঞ্চুরির রেকর্ড ভেঙেছিলেন। মহাতারকা ক্রিকেটারকে সেরা ওয়ান ব্যাটারের পুরস্কার দেওয়া হল।
নিউজ়িল্যান্ডের তারকা বোলার টিম সাউদিকে দেওয়া হল সেরা টি-টোয়েন্টি বোলার হওয়ার পুরস্কার।
আইপিএলে ব্যাট হাতে কেকেআরের হয়ে ঝড় তুলেছিলেন। ইংল্যান্ডের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটেও তাঁর পারফরম্যান্স চোখধাঁধানো। সেই কারণেই ফিল সল্টকে বিশ ওভারের ফর্ম্যাটে বর্ষসেরা ব্যাটারের পুরস্কার দেওয়া হল।
পাশাপাশি বোর্ড সচিব জয় শাহ ক্রিকেট প্রশাসক হিসাবে অনবদ্য কাজের জন্য পুরস্কার পান। ছবি: পিটিআই
বিশ্বকাপ জিতেই ভারতীয় কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন রাহুল দ্রাবিড়। তাঁর তত্ত্বাবধানেই গত বছর ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালেও পৌঁছেছিল ভারত। আর ব্যাটার হিসাবে তিনি নিঃসন্দেহে সর্বকালের অন্যতম সেরা। 'দ্য ওয়াল'কে জীবনকৃতি সম্মানে সম্মানিত করা হল।
আইপিএলে কেকেআরকে চ্য়াম্পিয়ন করেছিলেন। শ্রেয়স আইয়ার দুরন্ত অধিনায়কত্বের জন্য এক বিশেষ পুরস্কার পেলেন।
ভারতীয় দলের সহ-অধিনায়ক স্মৃতি মান্ধানাকে মহিলাদের বর্ষসেরা ব্যাটারের পুরস্কার দেওয়া হয়।
এশিয়া কাপেও তাঁর পারফরম্যান্স ছিল তাক লাগিয়ে দেওয়ার মতো। কৃপণ বোলিংয়ের পাশাপাশি সবসময় প্রয়োজনে উইকেট এনে দিয়েছেন দীপ্তি শর্মা। ভারত অলরাউন্ডারকে দেওয়া হল বর্ষসেরা মহিলা বোলারের পুরস্কার।
মহিলাদের টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বাধিক ম্যাচে অধিনায়কত্ব করার জন্য হরমনপ্রীতকে এবং মহিলাদের টেস্ট ক্রিকেটে দ্রুততম দ্বিশতরান হাঁকানোর জন্য শেফালি বর্মাকেও সম্মান জানানো হয়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -