Rohit Sharma: চ্যাম্পিয়ন্স ট্রফির ভারতীয় দলেও কি জায়গা হারাচ্ছেন রোহিত? তাহলে নেতৃত্বে কে?
ভারতীয় দলে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত নাম রোহিত শর্মা। দলের অধিনায়ক। অথচ খারাপ ফর্মের জন্য সিডনি টেস্টের একাদশ থেকেই বাদ পড়েছেন তিনি। যদিও অনেক রিপোর্ট বলছে তিনি নিজেকে সরিয়ে নিয়েছেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসূত্রের খবর, গত মেলবোর্ন টেস্টই রোহিতের কেরিয়ারের শেষ লাল বলের ম্য়াচ ছিল। কিন্তু এবার প্রশ্ন উঠেছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাঁর থাকা নিয়েও।
গত জুনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর সেই ফর্ম্য়াটকে বিদায় জানিয়েছিলেন। তবে সূত্রের খবর, অস্ট্রেলিয়া সফরের পর রোহিত ও বিরাটের কেরিয়ার নিয়েও আলোচনায় বসতে চলেছেন নির্বাচকরা।
সূত্র বলছে, চ্যাম্পিয়ন্স ট্রফিতেও নেতৃত্ব হারাতে পারেন রোহিত। সেক্ষেত্রে ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলা টুর্নামেন্টে ভারত অধিনায়ক হতে পারেন হার্দিক পাণ্ড্য।
আইপিএলে ও ঘরোয়া ক্রিকেটে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে হার্দিকের। এছাড়াও চাপ সামনে ভাল নেতৃত্বও দিতে পারেন। তাই ওয়ান ডে ফর্ম্য়াটে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বঢোদরার অধিনায়ককেই অধিনায়ক বেছে নেওয় হতে পারে।
বোর্ড সূত্র জানিয়েছে, সূর্যকুমারের ওয়ান ডে রেকর্ড একেবারেই ভাল নয়। গিল সেভাবে এখনও পাকাপাকি জায়গা করে নিতে পারেননি। তাই হার্দিককেই যোগ্য বিকল্প হিসেবে ভাবা শুরু করে দিয়েছেন নির্বাচকরা।
ভারত অধিনায়ক হিসেবে রোহিত শর্মা টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছেন। তাই আচমকা তাঁকে বাদ দেওয়া কিছুটা চাপের হবে। আগামী ১১ জানুয়ারি চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা হতে পারে।
রোহিতের সঙ্গে অজিত আগরকরের নেতৃত্বাধীন নির্বাচক মণ্ডলী হয়ত আলোচনায় বসতে চলেছে। সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়ে যাবে।
এদিকে, শনিবার সিডনি টেস্টের লাঞ্চের মাঝে সাক্ষাৎকারে রোহিত জানিয়েছেন, ''পুরোপুরি অফফর্মে আমি। তাই সিডনিতে গুরুত্বপূর্ণ ম্য়াচের আগে নিজেকে সরিয়ে নিতে চেয়েছিলাম। ব্যাস এটুকুই। আমি চাইনি এমন ফর্ম নিয়ে একাদশে থাকতে। দল সবার আগে। দলের স্বার্থের কথা ভেবেই এই সিদ্ধান্ত।''
রোহিত আরও বলেন, ''অবসর সংক্রান্ত কোনও ভাবনা চিন্তাই আমার মধ্য়ে এই মুহূর্তে নেই। প্রচুর ক্রিকেট খেলেছি। অনেক কিছু দেখেছি। প্রতিদিন জীবন বদলে যায়। আমাকে বাস্তববাদী থাকতেই হবে। কমেন্ট্রি বক্সে বসে কেউ কিছু বলে দিচ্ছে। কেই ল্যাপটপ ও পেন নিয়ে বসে আছে। সেখানে কিছু লিখে দিচ্ছে। তাঁরা কেউই সিদ্ধান্ত নিতে পারে না যে আমি কবে অবসর নেব। এটা পুরোটাই আমার ব্যক্তিগত সিদ্ধান্ত।''
- - - - - - - - - Advertisement - - - - - - - - -