IND vs ENG: রোহিত, শামির ইতিহাস, বাটলারদের লজ্জা, পরিসংখ্যানে ভারত বনাম ইংল্যান্ড ম্যাচ
লখনউয়ের মাঠে ইংল্যান্ডকে ১০০ রানে হারিয়ে চলতি বিশ্বকাপে ছয়ে ছয় করে ফেলেছে ভারতীয় দল। এই জয়ের সুবাদে একদিকে যেখানে ইংল্যান্ড সেমিফাইনালের পৌঁছনো প্রায় অসম্ভব, সেখানে ভারতের শেষ চারে পৌঁছনো কার্যত নিশ্চিত।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appইংল্যান্ডের বিরুদ্ধে শূন্য রানে আউট হন বিরাট কোহলি। এই প্রথমবার সীমিত ওভারের বিশ্বকাপে কোহলিকে খাতা খোলার আগেই সাজঘরে ফিরতে হল। তাঁর ৫৬ ম্যাচের দৌড় থামল।
এটিই আবার ভারতীয় অধিনায়ক হিসাবে রোহিত শর্মার শততম ম্যাচ ছিল। সপ্তম ভারতীয় অধিনায়ক হিসাবে এই মাইলফলক স্পর্শ করলেন রোহিত।
মাইলফলক ম্যাচে অনবদ্য ৮৭ রানের ইনিংস খেলেন ভারতীয় অধিনায়ক। সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড়, সৌরভ গঙ্গোপাধ্যায় ও বিরাট কোহলির পর মাত্র পঞ্চম ভারতীয় হিসাবে আন্তর্জাতিক ক্রিকেটে ১৮ হাজার রানের গণ্ডি পার করলেন রোহিত শর্মা।
এই নিয়ে বিশ্বকাপে রোহিত ১২ নম্বর বার অর্ধশতরানের গণ্ডি পার করলেন। পঞ্চম ব্যাটার হিসাবে এই কৃতিত্ব গড়েন তিনি।
কোহলির পাশাপাশি ইংল্যান্ড তারকা জো রুটও এদিন শূন্য রানে আউট হন। প্রথমবার তিনি ৫০ ওভারের বিশ্বকাপে শূন্য রানে ফিরলেন। এই প্রথমবার ওয়ান ডে বিশ্বকাপের ইতিহাসে দুই দলেরই তিন নম্বরে নামা ব্যাটার শূন্য রানে আউট হলেন।
মহম্মদ শামি ম্যাচে চারটি উইকেট নিয়ে। দ্রুততম বোলার হিসাবে মাত্র ১৩ ইনিংসে বিশ্বকাপে শামি ৪০টি উইকেট নেওয়ার কৃতিত্ব নিজের নামে করলেন।
ইংল্যান্ডের ছয় ব্যাটার এদিন বোল্ড হন। বিশ্বকাপের ইতিহাসে এক ম্যাচ এর থেকে বেশি কেবল এক দলের (১৯৭৫ সালে পূর্ব আফ্রিকা) ব্যাটাররাই বোল্ড হয়েছিলেন।
এই নিয়ে প্রথমবার বিশ্বকাপের মঞ্চে টানা চার ম্যাচ হারতে হল ইংল্যান্ডকে। বিশ্বকাপে ইতিমধ্যেই পাঁচ ম্যাচ হেরেছেন বাটলাররা, যা যে কোনও বিশ্বকাপে গতবারের চ্যাম্পিয়নদের জন্য সর্বাধিক।
বিশ্বকাপের মঞ্চে এটি ভারতের ৫৯তম জয়। ভারত জয়ের নিরিখে নিউজ়িল্যান্ডকে পিছনে ফেলে দিল। কেবল অস্ট্রেলিয়া বিশ্বকাপের মঞ্চে ভারতের থেকে অধিক ম্যাচ (৭৩) জিতেছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -