Rohit Sharma: আন্তর্জাতিক টি-২০ থেকে অবসর নিয়েছেন, আইপিএলে খেলবেন রোহিত? দিলেন বড় আপডেট
অধিনায়ক হিসাবে টি-২০ বিশ্বকাপ জেতার পরই বড় ঘোষণা করেছিলেন রোহিত শর্মা। যা ক্রিকেটবিশ্বকে বেশ হতচকিত করে দিয়েছিল।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবার্বাডোজ়ে ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারিয়ে দ্বিতীয়বারের জন্য টি-২০ বিশ্বকাপ জিতেছে ভারত। ২০০৭ সালের পর আবার।
গোটা টুর্নামেন্টেই প্রশংসিত হয়েছে রোহিত শর্মার নেতৃত্বের। পাশাপাশি ইনিংস ওপেন করে ভয়ডরহীন ব্যাটিং করেও মন জিতে নিয়েছেন হিটম্যান।
বিশ্বকাপ জেতার পরই যিনি জানিয়ে দিয়েছেন, ভারতের জার্সিতে টি-২০ ক্রিকেটে আর দেখা যাবে না তাঁকে।
সতীর্থ বিরাট কোহলির মতোই আন্তর্জাতিক টি-২০ থেকে অবসর ঘোষণা করেছেন রোহিত। তাঁদের দুজনের পর সেই একই পথে হেঁটে আন্তর্জাতিক টি-২০ থেকে অবসর নিয়েছেন রবীন্দ্র জাডেজাও।
তবে ভক্তরা উন্মুখ হয়েছিল এটা জানতে যে, রোহিত কি আইপিএলে খেলবেন? নাকি টি-২০ ফর্ম্যাট থেকেই সরে দাঁড়ালেন?
এর উত্তর দিয়েছেন রোহিত নিজেই। ফাইালের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় রোহিত নিজের টি-২০ ভবিষ্যৎ নিয়ে বড় আপডেট দেন।
রোহিত জানিয়েছেন, তিনি আইপিএলে খেলা চালিয়ে যাবেন। অর্থাৎ, ২০২৫ আইপিএলে ফের টি-২০ ফর্ম্যাটে দেখা যাবে হিটম্যানকে।
যদিও তিনি মুম্বই ইন্ডিয়ান্সে থাকবেন, নাকি অন্য কোনও দলে যোগ দেবেন, তা নিয়ে রয়েছে চর্চা।
মুম্বই ইন্ডিয়ান্স ছেড়ে চেন্নাই সুপার কিংস বা কলকাতা নাইট রাইডার্সে যোগ দিতে পারেন রোহিত, জল্পনা চলছে সর্বস্তরে। ছবি - পিটিআই
- - - - - - - - - Advertisement - - - - - - - - -