World Cup : বিশ্বকাপে আগুনে ছন্দে ভারত, ব্যক্তিগত পারফরম্যান্সের ভিত্তিতে ক্রিকেটাররা কে কোথায় ?
দুরন্ত ছন্দে অধিনায়ক রোহিত শর্মা। দলের ইনিংসকে ঝোড়ো শুরু দেওয়ার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন হিটম্যান। ৮ ইনিংসে ভারতীয় অধিনায়কের ঝুলিতে ৪৪২ রান। গড় ৫৫.২৫।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appডেঙ্গির ধাক্কায় বিশ্বকাপের শুরুর জোড়া ম্যাচে খেলতে পারেননি। দলে ফিরে দক্ষিণ আফ্রিকা ম্যাচ পর্যন্ত ৬ ইনিংসে ২১৯ রান শুভমান গিলের। টানা বড় ইনিংস না পেলেও বেশ ভাল ছন্দে ভারতীয় ওপেনার।
স্বপ্নের ছন্দে কিং কোহলি। চলতি বিশ্বকাপে ৮ ইনিংসে ৫৪৩ রান বিরাট কোহলি। ১০০-র ওপরে গড়ে বিশ্বকাপের সর্বাধিক রান সংগ্রহকারীদের তালিকায় এই মুহূর্তে দুই নম্বরে।
ক্রমশ ফর্মে ফিরে ৮ ইনিংসের শেষে ২৯৩ রান শ্রেয়স আইয়ারের। শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা, শেষ দুই ম্যাচে হাঁকিয়েছেন জোড়া অর্ধশতরান।
৭ ইনিংসে ২৪৫ রান কেএল রাহুলের। সুযোগ পেয়ে দলকে টানছেন। সঙ্গে উইকেটের পিছনেও দুরন্ত ভূমিকা পালন করছেন।
এখনও পর্যন্ত সুযোগ পাওয়া ৪ ইনিংসে ৮৫ রান সূর্যকুমার যাদবের। সঙ্গে দুরন্ত ফিল্ডিং। হার্দিক পাণ্ড্য চোট পেয়ে ছিটকে যাওয়ার পর থেকে দলে নিয়মিত লোয়ার অর্ডারে খেলার সুযোগ পাচ্ছেন।
ভারতীয় বোলিং বিভাগের একমাত্র স্পেশালিস্ট স্পিনার হিসেবে খেলছেন কুলদীপ যাদব। ঝুলিতে এখনও পর্যন্ত ১২ উইকেট।
৪ ম্যাচে ১৬ উইকেট। বিশ্বকাপের সর্বাধিক উইকেট শিকারিদের তালিকায় ৪ নম্বরে। ভারতীয়দের মধ্যে সবার থেকে এগিয়ে। আগুনে ছন্দে মহম্মদ শামি।
বিশ্বকাপের সর্বাধিক উইকেট শিকারিদের তালিকায় ছয়ে জসপ্রীত বুমরাহ। এখনও ৮ ম্যাচে ১৫ উইকেট। ভারতের 'বোলিং ওপেনারের' দাপট চেনা মেজাজেই।
ভারতের পেস ত্রয়ীর অপর অস্ত্র মহম্মদ সিরাজের ঝুলিতে এখনও পর্যন্ত ১০ উইকেট। জসপ্রীত বুমরাহকে যোগ্য সঙ্গত দিয়ে তাঁর সঙ্গে বোলিং শুরু করছেন সিরাজ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -