Sachin Tendulkar: আফ্রিকায় সচিন, সপরিবারে মাসাই মারাতে ছুটি কাটাচ্ছেন মাস্টার ব্লাস্টার
বর্তমানে ভারতীয় দলের খেলা নেই। ঘরোয়া ক্রিকেট মরশুমও এখনও শুরু হয়নি। এই সুযোগেই ভারতীয় ক্রিকেটাররা বিশ্বের বিভিন্ন প্রান্তে ছুটি কাটাচ্ছেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appছুটি কাটাতে ব্যস্ত সচিন তেন্ডুলকরও। সপরিবারে ভারতীয় কিংবদন্তি কেনিয়ার মাসাই মারাতে ছুটি কাটাচ্ছন।
মাসাই মারা অভয়ারণ্য সিংহ, চিতা এবং আফ্রিকান হাতির জন্য বিখ্যাত।
সেখানেই বর্তমানে স্ত্রী অঞ্জলি এবং কন্যা সারা তেন্ডুলকরের সঙ্গে ছুটি কাটাচ্ছেন সচিন।
নিজের ছুটি কাটানোর মাঝেই না না মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়াতে আপলোডও করেছেন সচিন।
সেখানে সচিনকে কন্যা ও স্ত্রীয়ের সঙ্গে জঙ্গল সাফারি করতে দেখা যাছে।
সেই ছবির ক্যাপশনে সচিন লেখেন, 'মাসাই মারাতে পরিবারের সঙ্গে আনন্দের মুহূর্ত।
প্রসঙ্গত, সচিন কিন্তু এই সফরেই ওই অঞ্চলের মাসাই জনগোষ্ঠীর লোকেদের সঙ্গেও কথা বলেন। এই জনগোষ্ঠীর নাম থেকেই মাসাই মারা নামকরণটি করা হয়েছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -