VPN Services: আপনার ডিভাইসকে কতটা সুরক্ষিত রাখে ভিপিএন সার্ভিস?
VPN Network: একনজরে দেখে নেওয়া যাক আপনার ডিভাইসে ভিপিএন বা ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক ব্যবহার করলে কী কী সুবিধা পাবেন আপনি।
প্রতীকী ছবি, ছবি সূত্র- পিক্সেলস
1/10
ভিপিএন (VPN) অর্থাৎ ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক (Virtual Private Network) আজকাল অনেকেই ফোনে, ডেস্কটপে বা ল্যাপটপে ব্যবহার করে থাকেন।
2/10
এই ভিপিএন- এর মাধ্যমে একাধিক সুবিধা পান ব্যবহারকারীরা। বিশেষ করে সুরক্ষিত থাকে ইউজারদের ডিভাইস এবং সেখানে সংরক্ষিত ডেটা।
3/10
ভিপিএন হল এমন একটি পরিষেবা যা আপনার ডিভাইসে চালু থাকলে নিরাপদে ইন্টারনেট সার্ভিস পাওয়া যাবে। ভিপিএন- এর মাধ্যমে সুরক্ষিত, নিরাপদ এবং এনক্রিপটেড অনলাইন নেটওয়ার্ক পরিষেবা পাবেন ইন্টারনেট ইউজাররা।
4/10
একনজরে দেখে নেওয়া যাক আপনার ডিভাইসে ভিপিএন বা ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক ব্যবহার করলে কী কী সুবিধা পাবেন আপনি।
5/10
আপনার ডিভাইসে যদি ভিপিএন পরিষেবা চালু থাকলে তাহলে পাবলিক ওয়াই-ফাই সিস্টেম ব্যবহার করলেও কেউ আপনার ডিভাইস ট্র্যাক করতে পারবে না। অর্থাৎ ইউজাররা হ্যাকার বা স্ক্যামারদের নজরদারি এড়াতে পারবেন।
6/10
ভিপিএন সুরক্ষিত রাখবে আপনার, ডিভাইস, সেখানে থাকা ডেটা বা তথ্য এবং অন্য কেউ আপনার ব্রাউজিংয়ের ব্যাপারে নজরদারিতে চালাতে চাইলে সেখানেও বাধা দেওয়া হবে।
7/10
আপনার ডিভাইসে ভিপিএন সার্ভিস চালু থাকলে ওই ডিভাইসের সমস্ত ডেটা এন্ড-টু-এন্ড এনক্রিপশন পদ্ধতিতে সুরক্ষিত থাকবে। এর ফলে সাইবার প্রতারণার ঝুঁকি কমবে। হ্যাকাররা আপনার ডিভাইস থেকে দূরে থাকবে, সহজে আপনার ডিভাইসের অ্যাকসেস বা নাগাল পাবে না হ্যাকাররা।
8/10
যখন আপনি ভিপিএন পরিষেবার মাধ্যমে ইন্টারনেট ব্রাউজিং করবেন, তখন কোনওভাবেই আপনার লোকেশন অর্থাৎ কোথায় আপনি রয়েছেন তা ট্র্যাক করা যাবে না। ফলে হ্যাকাররা আপনার ডিভাইসের কোনওভাবেই নাগাল পাবে না। মূলত ভিপিএন চালু থাকলে ইউজারের আইপি অ্যাড্রেস বা ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস বারবার পরিবর্তন হয়। তাই ইউজারদের ট্র্যাক করা যায় না এবং তাদের গোপনীয়তা বজায় থাকে।
9/10
ডিভাইসে ভিপিএন চালু থাকার অর্থ হল বিভিন্ন ওয়েবসাইটে ঢুকে নিরাপদে আপনি ব্রাউজিং করতে পারবেন। কোনওভাবেই ইউজাএর নিরাপত্তা লঙ্ঘন হওয়ার সম্ভাবনা থাকে না। ডিভাইসে সঞ্চিত ইউজারদের তথ্য বা ডেটা ফাঁস হওয়ার ভয় থাকে না ভিপিএন পরিষেবা চালু থাকলে।
10/10
ডিভাইসে ভিপিএন ব্যবহার করলে ইউজার জিও ব্লকিং, সোশ্যাল মিডিয়া ব্লক- এইসব সমস্যা এড়াতে পারেন। ভিপিএন সার্ভারে ইন্টারনেট সার্ফিং করলে ব্লক কনটেন্টের অ্যাকসেসও পাওয়া সম্ভব।
Published at : 26 Jun 2023 08:26 PM (IST)