Cricketers in Indian Army: ভারতীয় জার্সিতে ২২ গজও কাঁপিয়েছেন, আবার সেনাবাহিনীর পোশাকও গায়ে চাপিয়েছেন এই ক্রিকেটাররা
হেমু অধিকারীও ভারতীয় দলকে অতীতে নেতৃত্ব দিয়েছেন। ১২ বছরের টেস্ট কেরিয়ারে ২১টি ম্যাচ খেলার কৃতিত্ব রয়েছে তাঁর দখলে। ১৯৪৮ সালে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে দিল্লিতে তাঁর অপরাজিত ১১৪ রানের ইনিংস ভারতকে টেস্ট বাঁচাতে সাহায্য করেছিল।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App১৯৭১ সালে অজিত ওয়াদেকারের নেতৃত্বাধীন ভারতীয় দল ইংল্যান্ডের বিরুদ্ধে তাঁদের ঘরের মাঠে প্রথম ভারতীয় দল হিসাবে জয় পায়। সেই দলের ম্যানেজারও ছিলেন হেমু। তিনি সেনাবাহিনীতে লেফটেন্যান্ট কর্নেলের দায়িত্বে ছিলেন।
ভারতের প্রথম টেস্ট অধিনায়ক সি কে নাইডু। জাতীয় দলের হয়ে সাতটি টেস্ট ম্য়াচ খেলেছেন তিনি। প্রাক-স্বাধীনতাকালে হোলকারের সেনাবাহিনীতে কর্নেলের সম্মান পান এই ক্রিকেটার।
ভারতের বিশ্বজয়ী অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনিও এই তালিকায় রয়েছেন। সেনাবাহিনীর প্রতি তাঁর টান বরাবরের।
বিশ্বজয়ী অধিনায়ককে টেরিটোরিয়াল আর্মির প্যারাশুট রেজিমেন্টের সাম্মানিক লেফটেন্যান্ট কর্নেল পদে ২০১১ সালে দায়িত্ব দেওয়া হয়।
আরেক বিশ্বজয়ী অধিনায়কও কিন্তু এই তালিকায় রয়েছেন। তিনি কপিল দেব। ১৯৮৩ সালে ভারতের বিশ্বজয়ী দলের অধিনায়ক।
ধোনির মতোই কপিল দেবও সেনাবাহিনীতে লেফটেন্যান্ট কর্নেলের সাম্মানিক পদ পেয়েছেন ২০০৮ সালে।
সবার শেষে যার নাম না বললেই নয়, তিনি সচিন তেন্ডুলকর। আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ রানসংগ্রাহক। তিনিও কিন্তু সেনাবাহিনীর অংশ।
'মাস্টার ব্লাস্টার'-কে ২০১০ সালে ভারতীয় এয়ারফোর্সে সাম্মানিক গ্রুপ ক্যাপ্টেনের পদ দেওয়া হয়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -