Shikhar Dhawan: শিখরের স্বপ্নের একাদশে দুই ভারতীয়, ঠাঁই হল না পাক তারকার
নিজের স্বপ্নের একাদশ বাছতে বসে পাঁচ তারকা ক্রিকেটারের নাম জানান শিখর ধবন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতাঁর পছন্দের তালিকায় দুই ভারতীয় তারকার পাশাপাশি রয়েছেন অজি, প্রোটিয়া তারকারাও। তবে বাদ পড়লেন এক পাকিস্তানি তারকা।
নিজের স্বপ্নের দলে বিরাট কোহলি ও রোহিত শর্মা, উভয়কেই রাখেন শিখর। বিরাটকে বর্তমান বিশ্বের সেরা ব্যাটারও বলেন তিনি।
কারণ ব্যাখা করতে গিয়ে তিনি বলেন, 'সবার প্রথমে অবশ্যই আমি বিরাটকে বাছব। ও বিশ্বের সেরা ব্যাটার এবং বহুদিন ধরেই পাগলের মতো রান করেই চলেছে। রোহিত অভিজ্ঞ ক্রিকেটার। আইসিসি টুর্নামেন্ট হোক বা দ্বিপাক্ষিক সিরিজ়, ও প্রচুর রান করেছে।'
এই দুই ভারতীয় তারকার পাশাপাশি তিনি নিজের স্বপ্নের দলে অস্ট্রেলিয়ান বিশ্বকাপজয়ী ফাস্ট বোলার মিচেল স্টার্ক ও আফগানিস্তানের মহাতারকা ক্রিকেটার রশিদ খানকেও সামিল করেছেন।
শিখরের দাবি ভারতের মাটিতে এবারের বিশ্বকাপেও রশিদ খান দুরন্ত বোলিং করে সকলকে বেগ দিতে পারেন।
তবে পাকিস্তানের তারকা বোলার শাহিন শাহ আফ্রিদিকে দলে রাখেননি শিখর। তাঁর এই সিদ্ধান্তের কারণও বিস্তারে জানান তারকা ক্রিকেটার।
তিনি বলেন, 'শাহিন আফ্রিদিকে আমি দলে রাখছি না, কারণ সেক্ষেত্রে দলে দুইজনই বাঁ হাতি ফাস্ট বোলার হয়ে যাবে। তাই আমি রাবাদাকে দলে নেব। রাবাদার বলে বাড়তি গতি আছে এবং ও বেশ ভাল বাউন্সও পায়।'
- - - - - - - - - Advertisement - - - - - - - - -