Sneha Ganguly Engagement: বিচ্ছেদের পরে ফের কাছাকাছি স্নেহাশিস-মোম, ভাইঝির বাগদানে মধ্যমণি সৌরভই
তাঁদের বিচ্ছেদ হয়ে গিয়েছে। মোম গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বিচ্ছেদের পর জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করেছেন স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। ব্যবসায়ী অর্পিতা চট্টোপাধ্যায়কে বিয়ে করেছেন বাংলার প্রাক্তন ক্রিকেটার।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতবে ফের কাছাকাছি দেখা গেল স্নেহাশিস ও মোমকে। উপলক্ষ্য, কন্যা স্নেহার বাগদান।
স্নেহাশিস ও মোম গঙ্গোপাধ্যায়ের একমাত্র কন্যা স্নেহার বাগদান পর্ব সম্পন্ন হল। পাত্র, নিখিল। আর সেই অনুষ্ঠানেই ফের একসঙ্গে দেখা গেল স্নেহাশিস ও মোমকে।
বাগদান অনুষ্ঠানের মধ্যমণি অবশ্যই গঙ্গোপাধ্যায় পরিবারের সবচেয়ে উজ্জ্বল তারকা সৌরভ। স্ত্রী ডোনা ও মেয়ে সানার সঙ্গে খোশমেজাজে দেখা গেল মহারাজকে।
লন্ডনে চাকরি করেন সৌরভ-ডোনার কন্যা সানা। দিদির বাগদানে হাজির থাকবেন বলে ছুটি নিয়ে কলকাতায় ফিরেছেন।
নাতনির বাগদানে ছিলেন স্নেহাশিস-সৌরভের মা নিরূপা গঙ্গোপাধ্যায়ও। সব মিলিয়ে শুভদিনে উৎসবের মেজাজে দেখা গেল গোটা গঙ্গোপাধ্যায় পরিবারকে।
পড়াশোনা করতে গিয়ে আলাপ। দীর্ঘদিনের বন্ধুত্ব। ঘনিষ্ঠতা। প্রেম। শীতেই জীবনে নতুন বসন্ত এল স্নেহা গঙ্গোপাধ্যায়ের (Sneha Ganguly)। স্নেহা বেহালার বীরেন রায় রোডের বিখ্যাত গঙ্গোপাধ্যায় পরিবারের কন্যা। স্নেহাশিস ও মোম গঙ্গোপাধ্যায়ের একমাত্র মেয়ে। ভারতীয় দলের কিংবদন্তি ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) ভাইঝি।
স্নেহার সম্পর্কের খবরে কিছুদিন আগে সিলমোহর দেন তাঁর মা মোম গঙ্গোপাধ্যায়। তিনি সোশ্যাল মিডিয়ায় মেয়ে ও তাঁর প্রেমিকের ছবিও শেয়ার করেছিলেন।
মোম ছবির ক্যাপশনে লিখেছিলেন, 'সেই দিন এসে গিয়েছে যেদিন আমার বাচ্চা বড় হয়ে গেল আর জীবনের নতুন একটা পর্ব শুরু করার জন্য প্রস্তুত।'
বাগদান পর্ব সম্পন্ন। এবার বিয়ের অনুষ্ঠানের তোড়জোড় শুরু হয়ে গিয়েছে গঙ্গোপাধ্যায় পরিবারে। ছবি - ফেসবুক
- - - - - - - - - Advertisement - - - - - - - - -