Pakistan Eliminated: পাকিস্তান জুড়ে ধিক্কার, বাবর-রিজ়ওয়ানদের বিদায়জ্বালা বাড়িয়ে কী লিখলেন জাফর?
হতাশ হতে হল পাক ক্রিকেটপ্রেমীদের। ফ্লোরিডায় বৃষ্টি ও ভেজা মাঠের জন্য আমেরিকা বনাম আয়ার্ল্যান্ড (USA vs Ireland) ম্যাচ ভেস্তে গেল।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদুই দলের মধ্যে পয়েন্ট ভাগাভাগি হয়ে গেল। আর সেই সঙ্গে কপাল পুড়ল পাকিস্তানের। সুপার এইটের দৌড় থেকে ছিটকে গেলেন বাবর আজ়মরা।
শেষ ম্যাচে আয়ার্ল্যান্ডকে হারালেও ৪ পয়েন্টে আটকে যাবেন বাবর আজ়মরা। যেখানে আমেরিকা শেষ করল ৫ পয়েন্টে।
টি-২০ বিশ্বকাপে প্রথমবার সুপার এইটে পৌঁছে গেল আমেরিকা। যারা পাকিস্তানকে হারিয়ে চমক দিয়েছিল।
পাকিস্তানের গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়ে যেতেই সমালোচনার ঝড়। পাকিস্তানের প্রাক্তন উইকেটকিপার কামরন আকমল বলেছেন, বাবর আজ়মরা যে কতটা জঘন্য ক্রিকেট খেলেছেন, তারই প্রতিফলন এই বিদায়ে।
পাকিস্তানের বিদায়ের ক্ষত উস্কে দিয়েছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার ওয়াসিম জাফর।
জাফর সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, আমেরিকা ও আয়ার্ল্যান্ড ম্যাচ ভেস্তে গেল বলে পাকিস্তানের বিদায় হয়নি। পাকিস্তানের বিদায় হয়েছে ওরা আমেরিকার কাছে হেরে যাওয়ায়।
হতাশা ব্যক্ত করেছেন শোয়েব আখতার। সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, 'পাকিস্তানের জন্য বিশ্বকাপ শেষ'।
সোশ্যাল মিডিয়ায় বিদ্রুপের বন্যা। এক ক্রিকেটপ্রেমী লিখেছেন, 'বাবর আজ়ম ও পাকিস্তান দল সুপার এইটের যোগ্যতা অর্জন না করলেও করাচি বিমানবন্দরে যাওয়ার যোগ্যতা পেয়ে গিয়েছে। ঘরে ফেরার পালা।'
বাই বাই পাকিস্তান এখন সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং। ছবি - পিটিআই
- - - - - - - - - Advertisement - - - - - - - - -