IND vs S Africa: গোটা বিশ্বকাপে ব্যর্থ, ফাইনালে ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন, কাকে নিয়ে বললেন সৌরভ?
৭ ম্যাচে করেছেন সাকুল্যে ৭৫ রান। বিরাট কোহলির টি-২০ বিশ্বকাপ কাটছে দুঃস্বপ্নের মতো।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআইপিএলে ইনিংস ওপেন করে সাতশোর ওপর রান করেছিলেন কোহলি। জিতে নিয়েছিলেন অরেঞ্জ ক্যাপ।
চলতি টি-২০ বিশ্বকাপে ইনিংস ওপেন করছেন কোহলি। তবে রান পাচ্ছেন না একেবারেই।
৭ ইনিংসে ২টি শূন্য। সর্বোচ্চ রান ৩৭।
তবে কোহলির পাশে দাঁড়াচ্ছেন জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। বলছেন, ৪-৫টি ম্যাচের পারফরম্যান্স দেখে কাউকে বিচার করা ঠিক নয়।
সৌরভ বলেছেন, 'ফাইনালে ওপেন করা উচিত বিরাটেরই। সাত মাস আগে বিশ্বকাপে সাতশোর ওপর রান করেছিল।'
সৌরভ বলেছেন, 'বিরাটও মানুষ। ওরও ভুল হতে পারে। সেটা মেনে নিতে হবে।'
সৌরভ বলেছেন, 'সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড়, বিরাট কোহলিরা ভারতীয় ক্রিকেটের মুখ। তিন-চারটি ম্যাচ খারাপ খেললে ওরা ক্রিকেটার হিসাবে খারাপ হয়ে যায় না।'
সৌরভ বলেছেন, 'বিরাটের মতো ব্যাটার একটা প্রজন্মে একজনই হয়। ওয়েস্ট ইন্ডিজ়ে উইকেট অবশ্য অন্যরকম।'
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ফাইনালে স্পিনাররা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন বলে জানিয়েছেন সৌরভ। ছবি - পিটিআই, নিজস্ব চিত্র
- - - - - - - - - Advertisement - - - - - - - - -