Team India meets Prime Minister: প্রধানমন্ত্রী বাসভবনে মোদির সঙ্গে টিম ইন্ডিয়ার সাক্ষাৎ, বিশ্বজয়ের অভিজ্ঞতা ভাগ করলেন রোহিতরা
দেশে ফিরেই প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ সারল বিশ্বজয়ী ভারতীয় দল। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার বিষয়টি পূর্ব নির্ধারিতই ছিল। সেইমতোই দিল্লির টিম হোটেল থেকে রওনা দেয় টিম ইন্ডিয়া।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবেলা ১১টার দিকে ৭,লোক কল্যাণ মার্গ, অর্থাৎ প্রধানমন্ত্রীর বাসভবনে পৌঁছয় টিম ইন্ডিয়ার তারকারা।
অধিনায়ক রোহিত, কোচ রাহুল, বিরাট কোহলি, হার্দিক পাণ্ড্য, যশপ্রীত বুমরা, ভারতীয় তারকাদের সকলকেই একে একে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে দেখা যায়।
কোহলি, রোহিতরা প্রায় ঘণ্টা দু'য়েক প্রধানমন্ত্রীর বাসভবনে উপস্থিত ছিলেন। নরেন্দ্র মোদি এবং তারকা ক্রিকেটাররা সকলেই এই সাক্ষাৎ উপভোগ করেছেন, তা তাঁদের হাসিমুখ দেখলেই বোঝা যায়।
টিম ইন্ডিয়ার ক্রিকেটারদের পাশাপাশি বোর্ড সচিব জয় শাহ, সভাপতি রজার বিনিও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বাসভবনে।
প্রধানমন্ত্রীর সঙ্গে এক স্ত্রী ও পুত্রসহ এক মিষ্টি ছবি শেয়ার করেন বিশ্বকাপের সেরা ক্রিকেটার নির্বাচিত হওয়া যশপ্রীত বুমরা।
প্রধানমন্ত্রীকে দলের সঙ্গে দেখা করার জন্য কৃতজ্ঞতা জানিয়ে এক সোশ্যাল মিডিয়া পোস্ট করেছেন বিরাট কোহলি।
প্রধানমন্ত্রীও এই সাক্ষাৎকার প্রসঙ্গে সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'আমাদের চ্যাম্পিয়নদের সঙ্গে এক দারুণ সাক্ষাৎকার। বিশ্বজয়ী দলের সঙ্গে ৭, লোক কল্যাণ মার্গে এক স্মরণীয় আলাপ আলোচনাপর্ব হল যেখানে সকলে বিশ্বকাপে নিজেদের অভিজ্ঞতা ভাগ করে নেন।'
প্রধানমন্ত্রীর হাতে বিশ্বকাপ ট্রফিও তুলে দেন অধিনায়ক রোহিত। গোটা দলের সঙ্গেই বিশ্বকাপ হাতে ছবিও তোলেন নরেন্দ্র মোদি।
প্রধানমন্ত্রী বাসভবন থেকে বের হওয়ার খানিক পরেই বিমানবন্দরের উদ্দেশে রওনা দেয় টিম ইন্ডিয়া। সেখান থেকেই টিম ইন্ডিয়া মুম্বইয়ে নামবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -