ODI Record: ওয়ান ডেতে সর্বাধিকবার ১৫০ রানের গণ্ডি পার করেছেন কে?
চলতি বিশ্বকাপে অনবদ্য ফর্মে রয়েছেন বিরাট কোহলি। ওয়ান ডে ফর্ম্যাটে তাঁর নামে একগুচ্ছ রেকর্ড রয়েছে। বাংলাদেশ ম্যাচে শতরান হাঁকানোয় সচিন তেন্ডুলকরের সর্বকালের সর্বোচ্চ শতরানের রেকর্ড থেকে মাত্র একধাপ দূরে দাঁড়িয়ে রয়েছেন কোহলি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবিরাট কোহলির ৪৮টি ওয়ান ডে শতরানের মধ্যে পাঁচবার ১৫০-র অধিক রান করেছেন।
ওয়েস্ট ইন্ডিজ়ের হয়ে ৩০১টি ওয়ান ডেতে সর্বাধিক ১০,৪৮০ রান করেছেন ক্রিস গেল।
তিনিও বিরাট কোহলির মতো পাঁচবার ওয়ান ডেতে ১৫০ রানের গণ্ডি পার করেছেন।
ওয়ান ডেতে সর্বকালের সর্বাধিক রানের মালিক সচিন তেন্ডুলকর। তিনি ৪৬৩টি ম্যাচে ৪৯টি ওয়ান ডে শতরান হাঁকিয়েছেন।
কোহলির মতো সচিনও পাঁচবার ওয়ান ডে ক্রিকেটে ১৫০ বা তার অধিক রান করেছেন।
তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন বর্তমান সময়ের আরেকজন তারকা ব্যাটার, অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার।
তালিকায় বাকিদের থেকে বেশ অনেকটাই কম ম্যাচ (১৫৪) খেলে সাত সাতবার ১৫০ রানের গণ্ডি পার করেছেন।
ওয়ান ডে ক্রিকেটে সর্বকালের সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস খেলেছেন রোহিত শর্মা। সবচেয়ে দুইশো করার কৃতিত্বও তাঁর দখলে।
রোহিত ২৫৫টি ওয়ান ডে ম্যাচে, কেরিয়ারের ৩১টি শতরানের মধ্যে আটবার ১৫০-র অধিক রান করেছেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -