Women's Premier League: মহিলা আইপিএলের নিলামে নজরে যে ৫ ব্য়াটার
অস্ট্রেলিয়ার জার্সিতে অভিষেকের পর থেকেই দুর্দান্ত ফর্মে রয়েছেন বেথ মুনি। মহিলাদের আইপিএলেও তাঁর দিকে নজর থাকবে। ৫৭ ওয়ান ডে ম্যাচে ১৯৪১ রান করেছেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App৭৭টি টি-টোয়েন্টি ম্যাচে ২১৪৪ রান করেছেন ১২৫.৩০ স্ট্রাইক রেট। ২৯ বছরের এই ক্রিকেটারের জন্য ঝাঁপাতে পারে অনেকগুলো ক্লাব।
ভারতীয় মহিলা ক্রিকেট দলের ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর রয়েছেন এই তালিকায়। এখনও পর্যন্ত ১২৪টি ওয়ান ডে ম্যাচে ৩৩২২ রান করেছেন।
১৪৬টি টি-টোয়েন্টি ম্যাচে ২৯৪০ রান করেছিলেন হরমনপ্রীত। কমনওয়েলথ গেমসে রুপোজয়ী ভারত অধিনায়ক। ৩৩ বছরের এই ব্য়াটারের জন্যও ঝাঁপাতে পারে অনেক ফ্র্যাঞ্চাইজি।
নিউজিল্য়ান্ডের এমিলিয়া কের রয়েছেন এই তালিকায়। ২২ বছরের এই ক্রিকেটার এই মুহূর্তের সেরা অলরাউন্ডার।
রিস্ট স্পিনার হিসেবেও কের দলের জন্য় গুরুত্বপূর্ণ একজন ক্রিকেটার। লোয়ার অর্ডারে বড় রানও তুলতে পারেন।
অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী ভারতীয় মহিলা ক্রিকেট দলের ক্যাপ্টেন শেফালি ভার্মা রয়েছেন এই তালিকায়। ওপেনিংয়ে নেমে হার্ডি হিটিংয়ের জন্য বিখ্যাত তিনি।
শেফালি ভার্মা সিনিয়র দলের হয়ে এখনও পর্যন্ত ৫১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ১২৩১ রান করেছেন।
জেমিমা রডরিগেজ রয়েছেন এই তালিকায়। ২২ বছরের এই ডানহাতি ব্যাটার এরমধ্যেই নিজের জায়গা জাতীয় দলে পাকা করে ফেলেছেন।
৭৫টি টি-টোয়েন্টি ম্যাচে ১৫০০ রান করেছেন জেমিমা। আইপিএলের নিলামেও নজর থাকবে জেমিমার দিকে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -