Virat Kohli: ৪০ মাস পর টেস্টে সেঞ্চুরি, টপকালেন স্মিথ, বর্ডারকে
টেস্টে সেঞ্চুরি হাঁকালেন বিরাট কোহলি। আমদাবাদ টেস্টে ২৪১ বলে ৫টি বাউন্ডারির সাহায্যে শতরান পূরণ করলেন তিনি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App২০১৯ সালে নভেম্বর মাসে শেষবার টেস্ট সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। এরপর প্রায় ৪০ মাস বাদে ফের লাল বলের ক্রিকেটে বিরাট শতরান এল।
গতকালই নিজের অর্ধশতরান পূরণ করেছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক। এদিন নাথান লায়নকে সিঙ্গলস নিয়ে সেঞ্চুরি করেন বিরাট।
গতকালই বিরাট কোহলির মুকুটে জুড়েছে নয়া পালক। টেস্ট ক্রিকেটে দেশের মাটিতে ৪০০০ রান সম্পূর্ণ করলেন কিং কোহলি
নরেন্দ্র মোদি স্টেডিয়ামে এই সেঞ্চুরির সঙ্গে সঙ্গে গ্রেম স্মিথ ও অস্ট্রেলিয়ার অ্যালান বর্ডারকে টেস্টে সেঞ্চুরির তালিকায় পেছনে ফেলে দিলেন বিরাট।
মাইকেল ক্লার্ক ও হাসিম আমলার সঙ্গে ২৮টি সেঞ্চুরি করে একই তালিকায় রয়েছেন কিং কোহলি। আর একটি সেঞ্চুরি করলেই ডন ব্র্যাডম্যানকে ছুঁয়ে ফেলবেন কিং কোহলি।
ঘরের মাঠে এটি বিরাটের ১৪ তম টেস্ট সেঞ্চুরি। আন্তর্জাতিক ক্রিকেটে এটি বিরাটের ৭৫ তম শতরান।
উল্লেখ্য, গত বছর এশিয়া কাপে আফগানিস্তানের বিরুদ্ধে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন বিরাট। যা ছিল আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর প্রায় আড়াই বছর পরে করা শতরান।
৩৪ বছরের বিরাট তাঁর টেস্ট কেরিয়ারে ২৮টি অর্ধশতরান ও সমসংখ্যক সেঞ্চুরি করেছেন। ঝুলিতে পুরেছেন ৮৩৩৫ রান।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -