Virat Kohli: ব্যাটে রানের খরা, অতীতে বারংবার বর্ডার-গাওস্কর ট্রফিকেই কামব্য়াকের মঞ্চ হিসাবে বেছেছেন বিরাট
বিরাট কোহলি যে বর্তমানে নিজের সেরা ফর্মে নেই, তা বুঝতে কোনও বিশেষজ্ঞের প্রয়োজন হয় না। নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ছয় ইনিংসে ঘরের মাঠে মাত্র ৯৩ রান করেছেন বিরাট। বিগত পাঁচ বছরে সেঞ্চুরির সংখ্যা মাত্র দুই।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঘরেরর মাঠে কিউয়িদের বিরুদ্ধে বারংবার স্পিন সামলাতে নাজেহাল হন বিরাট। ভারতীয় দলে তাঁর জায়গাও টলমল বলে মনে করছেন অনেকে।
কোথাও কোথাও শোনা যাচ্ছে বর্ডার-গাওস্কর ট্রফিতে রান না পেলে কোহলি বাদও পড়তে পারেন। এমন রানের খরার মধ্যে দিয়ে কিন্তু এর আগেও গিয়েছেন কোহলি।
ঘটনাক্রমে দুইবার বর্ডার-গাওস্কর ট্রফির আগেই খারাপ ফর্মের কোহলি দুরন্তভাবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ়েই ফিরে আসেন।
২০১১-১২ সালে অস্ট্রেলিয়া সফরের পূর্বেও কোহলি রানের খরার মধ্যে দিয়ে যাচ্ছিলেন। তবে অজ়িভূমে যেখানে লক্ষ্মণ, সচিন, দ্রাবিড়রা রান করতে পারছিলেন না, ,সেখানে ২৩ বছরের কোহলি ৩০০-র অধিক রান। অ্যাডিলেডে সেঞ্চুরি করে তাঁর গর্জন সবার মনে আছে।
ঠিক তিন বছর পর ফের এক বর্ডার-গাওস্কর ট্রফি। এবারও গত বারের মতো জ্বলে উঠেন কোহলি। চার টেস্টে ৬৯২ রান করেন তিনি। হাঁকান চারটি সেঞ্চুরি।
এর আগে ইংল্যান্ড সফরে কোহলি রানই পাচ্ছিলেন না। ১, ৮, ২৫, ০, ৩৯, ২৮, ০, ৭, ৬ এবং ২০। বিলেতে পাঁচ টেস্টে এই রান করেছিলেন কোহলি। ১০ ইনিংসে তাঁর গড় ছিল ১৩.৫০। তারপরেই সেই স্বপ্নের অস্ট্রেলিয়া সফরে।
হালে ২০১৯ থেকে ২০২২ সালের মধ্যে কোহলির অফফর্মের কথা কেউই ভুলবেন না। অধিনায়কত্ব ছাড়েন, সেঞ্চুরি নেই। প্রবল সমালোচনায় বিদ্ধ মাসখানেকের বিরতি নেন।
তারপরে এশিয়া কাপে নেমেই জ্বলে উঠেন। আফগানিস্তানের বিরুদ্ধে হাঁকান কেরিয়ারের প্রথম টি-২০ সেঞ্চুরি।
গত বছরও কোহলি তিন বছর পর টেস্ট ক্রিকেটে নিজের প্রথম সেঞ্চুরিটি হাঁকান। ১৮৬ রানের ইনিংস খেলেন তিনি। সেটাও কিন্তু এসেছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই। ফের একবার অজ়িদের বিরুদ্ধে কামব্যাক করতে পারবেন 'কিং কোহলি?' ছবি- পিটিআই।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -