Shot of the Century: পাকিস্তানের বিরুদ্ধে বিশের বিশ্বকাপে বিরাটের 'শট অফ দ্য সেঞ্চুরি' আজও তাজা দর্শকদের মনে
'কোহলি গোজ় ডাউন দ্য গ্রাউন্ড, কোহলি গোজ় আউট অফ দ্য গ্রাউন্ড'। হর্ষ ভোগলের এই ধারাভাষ্য ভারতীয় ক্রিকেট সমর্থকদের মনে চিরদিনের জন্য জায়গা করে নিয়েছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App২০২২ বিশ্বকাপে এমসিজিতে ৯০ হাজার দর্শক সাক্ষী হয়ে থাকে সর্বকালের অন্যতম সেরা ইনিংসের।
পাকিস্তানের বিরুদ্ধে ৫৩ বলে অপরাজিত ৮২ রানের ইনিংস খেলে ভারতকে ম্যাচ জেতান বিরাট কোহলি।
তাঁর ইনিংস সাজানো ছিল ছয়টি চার ও চারটি ছক্কায়।
ম্যাচে এক সময় ভারতের জয়ের জন্য আট বলে ২৮ রানের প্রয়োজন ছিল। ম্যাচ ভারতের হাত থেকে কার্যত ফস্কে যাচ্ছিল।
এমন সময়ই হ্যারিস রউফের বিরুদ্ধে স্ট্রেট ড্রাইভে এক অনবদ্য ছক্কা হাঁকান। যা দেখে মাঠে উপস্থিত সকলেই বিস্মিত হয়ে যান।
আইসিসির তরফে এই শটটিকেই শতাব্দীর সেরা শট হিসাবে ঘোষণা করা হয়।
'কিং কোহলি' ঠিক পরের বলেই ফাইন লেগের উপর দিয়ে রউফকে আরও একটি ছক্কা হাঁকান।
১৬০ রান তাড়া করতে নেমে শেষমেশ চার উইকেটে ভারতীয় দল ম্যাচ জিতে নেয়।
আবেগঘন কোহলির জয় উদযাপন কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বকালীন হাইলাইটসগুলির অন্যতম।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -