Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Virat Kohli: পারথে এল সেঞ্চুরির সেঞ্চুরি, গুচ্ছ রেকর্ড নিজের নামে করলেন বিরাট কোহলি
রবিবাসরীয় পারথে নিজের সমালোচকদের জবাব দিলেন বিরাট কোহলি। যেমনটা তিনি করেন, ঠিক তেমনভাবেই ব্যাট হাতেই জবাব এল। সেঞ্চুরি হাঁকালেন বিরাট।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপ্রতিযোগিতামূলক ক্রিকেটে সেঞ্চুরির সেঞ্চুরি করে ফেললেন বিরাট। তিনি লিস্ট এ ক্রিকেটে ৫৪টি, টি-২০-তে নয়টি এবং প্রথম শ্রেণির ক্রিকেটে মোট ৩৭টি সেঞ্চুরি করেছেন।
এটি কোহলির টেস্ট কেরিয়ারের ৩০তম শতরান। আন্তর্জাতিক ক্রিকেটে ৮১তম ও অজ়িভূমে সপ্তম।
কোনও ভারতীয় হিসাবে অস্ট্রেলিয়ায় এটাই সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড। কোহলি এক্ষেত্রে পিছনে ফেললেন সচিন তেন্ডুলকরকে।
বিদেশের মাটিতে টেস্টে ভারতীয় হিসাবে কোনও এক নির্দিষ্ট দলের বিরুদ্ধে শতরান হাঁকানোর বিষয়ে আরেক কিংবদন্তি সুনীল গাওস্করকে ছুঁলেন।
গাওস্কর ক্যাবিবিয়ান দ্বীপপুঞ্জে সাতটি সেঞ্চুরি করেছিলেন। অজ়িভূমে এল কোহলির সপ্তম টেস্ট শতরান।
তবে এক প্রতিপক্ষের বিরুদ্ধে সর্বাধিক টেস্ট সেঞ্চুরির বিষয়ে কোহলি এখনও গাওস্কর (১৩টি বনাম ওয়েস্ট ইন্ডিজ়) ও সচিনের (১১টি বনাম অস্ট্রেলিয়া) থেকে পিছিয়েই।
সব ফর্ম্যাট মিলিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে এটি কোহলির দশম সেঞ্চুরি। আর কোনও বিদেশি ব্যাটার অস্ট্রেলিয়ায় এত শতরান হাঁকাননি। জ্যাক হবসের রেকর্ড ভাঙলেন 'কিং'। ছবি: আইসিসি/বিসিসিআই এক্স
- - - - - - - - - Advertisement - - - - - - - - -