Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
ODI Cricket: ওয়ান ডেতে সর্বাধিক গড়ে রান করেছেন এই তারকা ব্যাটাররা
তবে অনেকের মতে তিনিই ব্যাট হাতে সর্বকালের সেরা ফিনিশার। তিনি মহেন্দ্র সিংহ ধোনি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবিশ্বজয়ী ভারতীয় অধিনায়ক ওয়ান ডেতে ৫০.৫৭ গড়ে দশ হাজারের অধিক রান করেছেন।
২০১৯ সালের পর থেকে স্বপ্নের ফর্মে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজ়ে়র ওয়ান ডে অধিনায়ক শাই হোপ। গত বিশ্বকাপের পর থেকে তিনিই ৫০ ওভারের ক্রিকেটে সর্বাধিক ২৪১৪ রান করেছেন।
১১৭টি ওয়ান ডে ম্যাচ খেলেই ১৫টি শতরান রয়েছেন হোপের দখলে। তাঁর ওয়ান ডেতে ব্যাটিং গড় ৫০.৮৭।
বিশ্বকাপ জয়ের কৃতিত্ব নেই তাঁর ঝুলিতে। তবে তাঁকে সর্বকালের অন্যতম সেরা ব্যাটার হিসাবে গণ্য করা হয়। তিনি এবি ডিভিলিয়ার্স।
প্রোটিয়া তারকার ব্যাটিং মন্ত্রমুগ্ধ করে রাখত ক্রিকেটপ্রেমীদের। তিনি ওয়ান ডেতে ১০১.৭ স্ট্রাইক রেটে ৯৫৭৭ রান করেছেন। ডিভিলিয়ার্সের ওয়ান ডে গড় ৫৩.৫।
অস্ট্রেলিয়ার বিশ্বজয়ী দলের সবথেকে গুরুত্বপূর্ণ সদস্যদের অন্যতম ছিলেন মাইকেল বেভান। অজিদের হয়ে বহু ম্যাচে কার্যত পরাজয়ের মুখ থেকে জয় ছিনিয়ে নেওয়ার কৃতিত্ব রয়েছে তাঁর।
ওয়ান ডেতে তাঁকেই আদর্শ ফিনিশারের উদাহরণ মনে করা হত। বেভান ২৩২টি ওয়ান ডে ম্যাচ খেলেছন। ৫৩.৫৮ গড়ে করেছেন ৬৯১২ রান।
বিরাট কোহলিকে সর্বকালের সেরা ক্রিকেটের মনে করেন অনেকেই। তাঁর পরিসংখ্যানই তাঁর দক্ষতার পরিচয় বহন করে।
কোহলির ওয়ান ডেতে ব্যাটিং গ়়ড় ৫৭.৩২।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -