Yuvraj Singh: ক্যান্সারজয়ী যুবরাজ সিংহকে দল থেকে ছেঁটেছিলেন বিরাট কোহলি!
সীমিত ওভারের ক্রিকেটে ভারতীয় দলের সর্বকালের সবথেকে বড় ম্যাচ উইনারের প্রসঙ্গ উঠলে, যুবরাজ সিংহের নাম একেবারে সবার উপরে আসবে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appছয় ছক্কা হাঁকানো হোক বা প্রথম ক্রিকেটার হিসাবে বিশ্বকাপে এক ম্যাচে হাফসেঞ্চুরি করার পাশাপাশি পাঁচ উইকেট নেওয়া, যুবরাজের কৃতিত্বের কমতি নেই।
সেই যুবরাজ সিংহকেই নাকি একসময় দলে আর কোনও সুযোগই দেওয়ার প্রয়োজন মনে করেননি ভারত!
সেই অধিনায়কের নাম কি? সেই অধিনায়ক হলেন বিরাট কোহলি। বিরাটই নাকি যুবরাজ সিংহকে ছেঁটে ফেলতে প্ররোক্ষভাবে দায়ী ছিলেন।
মাঠ এবং মাঠের বাইরে, সর্বত্রই বিরাট কোহলি ও যুবরাজ সিংহের অত্যন্ত সুসম্পর্ক রয়েছে বলেই সবাই জানেন।
২০০৭ ও ২০১১ সালে ভারতের বিশ্বকাপ জয়ে যুবরাজের গুরুত্ব নতুন করে মনে করিয়ে দেওয়ার কিছু নেই। তবে তারপর ক্য়ান্সারকে হারিয়ে মাঠে ফেরাকে যুবরাজকে কোনওভাবেই আর আগের ফর্মে তেমনভাবে দেখা যায়নি।
২০১৭ সালের হতাশাজনক চ্যাম্পিয়ন্স ট্রফি এবং ওয়েস্ট ইন্ডিজ় সফরের পর পাকাপাকিভাবে জাতীয় দল থেকে ছাঁটাই হন তিনি। এর জন্য তৎকালীন অধিনায়ক বিরাট কোহলির দিকেই আঙুল তুলছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার রবিন উথাপ্পা।
অধিনায়ক বিরাট প্রসঙ্গে রবিন উথাপ্পা বলেন, 'বিরাটের অধিনায়কত্ব একটু ভিন্ন ছিল। ফিটনেস, খাওয়া দাওয়া, কথা শোনা হোক, সবকিছু একটা নির্দিষ্ট স্তরেই থাকা প্রয়োজন ছিল।'
যুবরাজ সিংহ ক্যান্সারজয় করার পর প্রাথমিকভাবে সেই স্তরে পৌঁছতে না পারলেও, তিনি পরে ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন।
তবে দুই খারাপ সিরিজ়ের পরেই যুবরাজকে ভারতীয় দলের জন্য আর বিবেচনা করা হয়নি। এর জন্য তৎকালীন অধিনায়ক কোহলির দিকেই কিন্তু আঙুল তুলেছেন উথাপ্পা। ছবি-যুবরাজের ফেসবুক
- - - - - - - - - Advertisement - - - - - - - - -