Dhyan Chand Birthday: আজ হকির জাদুকর ধ্যানচাঁদের জন্মদিন, ফিরে দেখা তাঁর বর্ণময় কেরিয়ার
আজ ২৯ অগাস্ট হকির জাদুকর মেজর ধ্যানচাঁদের জন্মদিন। এই বিশেষ দিনটিকেই জাতীয় ক্রীড়া দিবস হিসেবে পালন করা হয় দেশজুড়ে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appহকির জাদুকর নামে ব্যাপকভাবে পরিচিত ধ্যানচাঁদ উত্তর প্রদেশের এলাহাবাদে জন্মগ্রহণ করেছিলেন ১৯০৫ সালে আজকের দিনেই।
একদম ছোটবেলায় কুস্তিতে মূলত আগ্রহ ছিল ধ্যানচাঁদের। যদিও পরে হকিতে মনোনিবেশ করেন। ইংরেজদের অধীনস্ত ভারতীয় হকি দলের হয়ে ১৯২৮, ১৯৩২ ও ১৯৩৬ অলিম্পিক খেলেন। প্রতিবারই দেশকে সোনা এনে দিয়েছিলেন তিনি।
১৯২৬ সাল থেকে ১৯৪৯ পর্যন্ত ধ্যানচাঁদ তাঁর পুরো কেরিয়ারে ৪০০-র উপরে গোল করেছেন। ১৯৫৬ সালে তিনি ভারত সরকারের পক্ষ থেকে পদ্মভূষণ সম্মানে ভূষিত হন।
১৯২৮ সালের আমস্টারডাম অলিম্পিক্সে সর্বোচ্চ গোলদাতা ছিলেন ধ্যানচাঁদ। সেবারই হকির জাদুকর হিসেবে নামকরণ হয় ধ্যানচাঁদের।
ভারতীয় হকিতে অসামান্য অবদানের জন্য ধ্যানচাঁদের জন্মদিনটিকেই ভারত সরকার ২০১২ সাল থেকে জাতীয় ক্রীড়া দিবস হিসেবে পালন করে আসছে।
১৯৩২ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের একটি ম্যাচে আমেরিকাকে ২৪-১ গোলে হারিয়েছিল ভারত। সেই রেকর্ড ২০০৩ সাল পর্যন্ত অক্ষত ছিল। ম্যাচে ৮ গোল করেছিলেন ধ্যানচাঁদ। তাঁর ভাই রূপ সিংহ করেছিলেন ১০ গোল। ওই টুর্নামেন্টে ৩৫ গোল করেছিল ভারত। তার মধ্যে চাঁদ ও তাঁর ভাই মিলে করেছিলেন ২৫ গোল।
জীবনের শেষ ম্যাচ খেলেন ধ্যানচাঁদ বাংলার বিরুদ্ধে। অবশিষ্ট ভারতের হয়ে খেলেছিলেন ১৯৪৮ সালে সেই ম্যাচ। ১৯৫৬ সাল ৫১ বছর বয়সে অবসর নেন ধ্যানচাঁদ।
শোনা যায়, হিটলার ধ্যানচাঁদের খেলা দেখে এতটাই মুগ্ধ হয়েছিলেন যে তাঁকে জার্মান নাগরিকত্ব দিতে চেয়েছিলেন, কিন্তু তা নিতে অস্বীকার করেন ধ্যানচাঁদ। কিংবদন্তি এই হকি তারকার নামে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় মূর্তি গড়া হয়েছে।
জীবনের শেষ সময়টা ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন ধ্যানচাঁদ। ১৯৭৯ সালের ৩ ডিসেম্বর নয়াদিল্লির এইমসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -