Durand Cup 2023: উদ্বোধনে মুখ্যমন্ত্রী, দুরন্ত জয় দিয়ে ডুরান্ড অভিযান শুরু করল মোহনবাগান
আজ থেকে শুরু হল ডুরান্ড কাপের ১৩২তম পর্ব। সল্টলেকে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে শুরু হয় টুর্নামেন্ট।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appটুর্নামেন্টের উদ্বোধনে সেনা আধিকারিকদের সঙ্গে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ও মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ও উপস্থিত ছিলেন। ফুটবলে লাথি মেরে টুর্নামেন্টের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।
টুর্নামেন্টের প্রথম ম্যাচেই মাঠে নেমেছিল রেকর্ড চ্যাম্পিয়ন (১৬ বারের) সবুজ মেরুন।
মোহনবাগানের হয়ে গোলের খাতা খোলেন লিস্টন কোলাসো। ম্যাচের ১৫ মিনিটে তিনি গোল করেন।
ম্যাচে পিছিয়ে পড়ার পর বাংলাদেশ আর্মি খানিকটা লড়াইয়ে ফেরার চেষ্টা করেছিল বটে, তবে সেই সময়ই নামতেকে পেনাল্টি বক্সের মধ্যে ফাউল করা হয়। পেনাল্টি থেকে গোল করে মোহনবাগানের স্কোর দ্বিগুণ করেন মনবীর।
৩৯ মিনিটে কোলাসোর অনবদ্য চিপ পাস গোটা বাংলাদেশ আর্মি রক্ষণকে বোকা বানিয়ে দেয়। সুহেল ভট্ট চোখধাঁধানো গোল করেন। ৩-০ এগিয়ে যায় সবুজ মেরুন।
প্রথমার্ধ শেষ হওয়ার আগে ইনজুরি টাইমে বাংলাদেশের মিনাজুর রহমান কোলাসোকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড ও লাল কার্ড দেখেন। প্রথমার্ধ মোহনবাগানের পক্ষে ৩-০ শেষ হয়।
দ্বিতীয়ার্ধে লালরিনলিয়ানাই নামতে এবং কিয়ান নাসিরি সবুজ মেরুনের হয়ে আরও দুইটি গোল করেন। শেষমেশ ৫-০ স্কোরলাইনে বিরাট জয় পায় মোহনবাগান সুপার জায়ান্ট।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -