EURO Cup: আপাতত স্থিতিশীল এরিকসেন, রাখা হয়েছে পর্যবেক্ষণে
ইউরো কাপে ফিনল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন হঠাৎ সংজ্ঞা হারালেও, আপাতত স্থিতিশীল ডেনমার্কের ফুটবলার ক্রিশ্চিয়ান এরিকসেন। তাঁর সংজ্ঞা রয়েছে এবং চিকিৎসায় সাড়া দিচ্ছেন। ছবি সৌজন্যে https://twitter.com/EURO2020
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appফিনল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের ৪৩ মিনিটে কর্নার ফ্ল্যাগের কাছে একটি থ্রো-ইন থেকে বল রিসিভ করতে গিয়ে মাটিতে লুটিয়ে পড়েন এরিকসেন। মুহূর্তের মধ্যে তাঁকে নিয়ে তৈরি হয় উদ্বেগ। ছবি সৌজন্যে https://twitter.com/EURO2020
মাঠেই জরুরি চিকিৎসার পর তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। ডেনমার্কের ফুটবল সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, এরিকসেনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। ছবি সৌজন্যে পিটিআই
এরিকসেন অসুস্থ হয়ে পড়ার পরেই তৎপরতার সঙ্গে চিকিৎসকদের মাঠে ডাকেন রেফারি অ্যান্টনি টেলর। দু’দলের ফুটবলাররাই ছুটে যান। সবাই উদ্বিগ্ন হয়ে পড়েন। ছবি সৌজন্যে পিটিআই
মাঠেই বেশ কিছুক্ষণ ধরে চিকিৎসা চলার পর এরিকসেনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ছবি সৌজন্যে পিটিআই
এরিকসেন অসুস্থ হয়ে পড়ায় প্রায় দেড় ঘণ্টা বন্ধ থাকে খেলা। তারপর ফের খেলা শুরু হয়। ডেনমার্ককে ১-০ গোলে হারিয়ে দেয় ফিনল্যান্ড। ছবি সৌজন্যে পিটিআই
এরিকসেনের বর্তমান ক্লাব ইন্টার মিলান, প্রাক্তন ক্লাব টটেনহ্যাম সহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছাবার্তা আসছে। সবাই দ্রুত আরোগ্য কামনা করছেন। ছবি সৌজন্যে পিটিআই
বেলজিয়ামের হয়ে রাশিয়ার বিরুদ্ধে গোল করার পর এরিকসনের জন্য বার্তা দিয়েছেন তাঁর ক্লাব দলের সতীর্থ রোমেলু লুকাকু।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -