World Cup: রাশিয়ায় পেয়েছিলেন মদ্রিচ, বিশ্বকাপে গোল্ডেন বলের মালিক আর কারা?
ইতালির সালভাটোর স্কিলাচি ১৯৯০ সালের বিশ্বকাপে মোট ৬ গোল করে গোল্ডেন বুট ও গোল্ডেন বলের খেতাব জিতেছিলেন। ইতালি তৃতীয় স্থানাধিকারী হয় সেবার।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App১৯৮৬ বিশ্বকাপে গোল্ডেন বল খেতাব জিতেছিলেন আর্জেন্তিনার কিংবদন্তি দিয়েগো মারাদোনা।
ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোমারিও ১৯৯৪ বিশ্বকাপে গোল্ডেন বল খেতাব জিতেছিলেন। গ্রুপ পর্বে সব ম্যাচে সেবার গোল করেছিলেন রোমারিও। এমনকী নক আউটেও তিনটি গোল করেন তিনি।
শেষবার রাশিয়া বিশ্বকাপ স্মরণীয় হয়ে থাকবে লুকা মদ্রিচ ও তাঁর নেতৃত্বাধীন ক্রোয়েশিয়ার জন্য। ফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে হারলেও মদ্রিচ গোল্ডেন বল খেতাব জিতেছিলেন।
২০০২ সালে বিশ্বকাপে গোল্ডেন বল খেতাব জিতেছিলেন জার্মানির অলিভার কান। সেবার ফাইনালে ব্রাজিলের বিরুদ্ধে নামার আগে মাত্র ১টি গোল হজম করেছিলেন তিনি।
২০০৬ কেরিয়ারের শেষ বিশ্বকাপে বিতর্কের মধ্যে দিয়ে শেষ হয়েছিল জিদানের। তবে সেবার তিনি গোল্ডেন বল খেতাব জিতেছিলেন।
উরুগুয়ের তারকা স্ট্রাইকার দিয়েগো ফোরল্যান ২০১০ বিশ্বকাপে গোল্ডেন বল খেতাব জিতেছিলেন। জয়েন্ট টপ স্কোরার ছিলেন সেবার।
ফাইনালে জার্মানির বিরুদ্ধে হারতে হয়েছিল। তবে গোটা টুর্নামেন্টে নিজের জাত চিনিয়েছিলেন তিনি। তাই ২০১৪ বিশ্বকাপে গোল্ডেন বল খেতাব জুটেছিল লিওনেল মেসির ভাগ্যে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -