FIFA WC 2022: মেসি, রোনাল্ডোসহ কাতার বিশ্বকাপে নজর থাকবে ৩৫ উর্ধ্ব এই ফুটবলারদের দিকে
লিওনেল মেসি সম্ভবত সর্বকালের সেরা ফুটবলার। তবে গত বছর কোপা জিতলে তাঁর বিশ্বকাপ জয়ের স্বপ্ন এখনও অধরাই রয়েছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appনিজের শেষ বিশ্বকাপে সবটা উডাড় করে দিয়ে আর্জেন্তিনাকে বিশ্বচ্যাম্পিয়ন করার উদ্দেশ্যে মাঠে নামা মেসির দিকে তো নজর থাকবেই।
বয়স ৩৭ পার করেছে, তাও বর্তমান বিশ্বের সেরা ফুটবলারদের মধ্যে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর নাম অবশ্যই থাকবে।
সম্ভবত নিজের শেষ বিশ্বকাপে খেলতে নামলেও, এখনও একাই ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন পর্তুগিজ অধিনায়ক। তাঁর পারফরম্যান্সের ওপর পর্তুগাল এখনও নির্ভরশীল।
রোনাল্ডোর প্রাক্তন রিয়াল মাদ্রিদ সতীর্থ লুকা মদ্রিচ গতবার ক্রোয়েশিয়াকে ফাইনাল পর্যন্ত নিয়ে গিয়েছিলেন।
সেই বছরই জিতেছিলেন জিতেছিলেন ব্যালন ডি'অরও। নিজের শেষ বিশ্বকাপে খেলতে নামা মদ্রিচের দিকে এবারেও বিশ্বকাপের মঞ্চে তাকিয়ে থাকবেন অনুরাাগীরা।
বারবার যেমন বিতর্কের জেরে শিরোনাম কেড়েছেন, তেমনই নিজের ফুটবল দক্ষতায়ও সকলকে মন্ত্রমুগ্ধ করেছেন লুইস সুয়ারেজ।
নিজের শেষ বিশ্বকাপ নিঃসন্দেহে উরুগুয়ের জন্য চিরস্মরণীয় করে রাখতে চাইবেন মতান্তরে দলের সর্বকালের সেরা খেলোয়াড় সুয়ারেজ।
পাঁচ বারের চ্যাম্পিয়ন হলেও, ২০০২ সালের পর থেকে আর বিশ্বকাপ জেতেনি ব্রাজিল, এবার সেই হতাশা ভুলে সাফল্যের লক্ষ্যে সেলেসাওরা।
ব্রাজিলকে আবারও বিশ্বজয় করতে হলে দলের রক্ষণের স্তম্ভ থিয়াগো সিলভাকে কিন্তু নিজের সেরাটা দিতে হবে। তাঁর দিকে বিশেষ নজর থাকবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -