Argentina Team Celebrations: দেশে ফিরলেন মেসিরা, বিশ্বজয়ীদের অভ্যর্থনা জানাতে অনুরাগীদের ঢল
ফ্রান্সকে হারিয়ে ৩৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্তিনা ফুটবল দল।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএবার বিশ্বজয়ের পর দেশে ফিরলেন লিওনেল মেসি, স্কালোনিরা। ট্রফি হাতে বিমান থেকে সবার প্রথমে নামেন আর্জেন্তাইন অধিনায়ক লিওনেল মেসি।
একেবারে রাজকীয় অভ্য়র্থনা বরণ করে নেওয়া হল তাঁদের।
বুয়েনস আয়রসের একটি উঁচু বিল্ডিং জুড়ে লিওনেল মেসির বিশালাকার ছবি ফুটে উঠেছে। তারই নীচে জড়ো হয়েছিলেন ১০ লক্ষের বেশি মানুষ।
নায়কদের জন্য বিমানবন্দরের বাইরে অপেক্ষা করছিল হুডখোলা বাস। ট্রফি হাতে তাতে চেপেই শহর প্রদক্ষিণ করেন মেসিরা। বুয়েনস আয়রসের রাজপথে তখন ভিড়ে ভিড়াকার।
ফুটবলাররা মোবাইলে বন্দি রাখলেন মুহূর্তগুলি। অনুরাগীরাও নায়কদের মুঠোবন্দি করে।
রাজধানীর বিখ্যাত ওবেলিক্স মনুমেন্টের নিচে সংবর্ধিত করা হয়েছে মেসিদের। আর্জেন্তিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্ডেজ মঙ্গলবার জাতীয় ছুটি ঘোষণা করেছেন।
ওবেলিক্স মনুমেন্টের নিচে সংবর্ধনার পর আর্জেন্তিনা ফুটবল অ্যাসোসিয়েশনের তরফে মেসিদের সংবর্ধনা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -