IND vs SA: রাহুল নেই, পন্থের নেতৃত্বেই কি কাল ইতিহাস গড়বে টিম ইন্ডিয়া?
কাল থেকে শুরু ভারত-দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি সিরিজ। তার আগের দিন চোট পেয়ে ছিটকে গিয়েছেন কে এল রাহুল। শেষ মুহূর্তের অনুশীলনের ছবি পােস্ট করেছে বিসিসিআই। (সব ছবি সৌজন্যে বিসিসিআই)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appরাহুলের বদলি হিসেবে ঋষভ পন্থই নেতৃত্বভার সামলাবেন আসন্ন টি-টোয়েন্টি সিরিজে। তাঁর নেতৃত্বেই ইতিহাস গড়ার হাতছানি টিম ইন্ডিয়ার সামনে।
টি-টোয়েন্টিতে টানা ১২ ম্যাচ জিতেছে ভারতীয় দল। যা সর্বাধিক টানা টি-টোয়েন্টি জয় কোনও দলের। এবার সেই নম্বরটি আরও বাড়িয়ে নেওয়ার পালা ভারতের সামনে।
দলের অভিজ্ঞ বোলার ভুবনেশ্বর কুমার রয়েছেন স্কোয়াডে। পেস বিভাগের নেতৃত্ব দেবেন তিনি।
অনুশীলনের সময় চোট পেয়ে ছিটকে গেলেন কুলদীপ যাদবও। ডানহাতে চোট পেয়েছেন বাঁহাতি স্পিনার।
অনুশীলনে সবার নজরে উমরান মালিক। কাল একাদশে সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে তাঁর।
নেটে অনুশীলনের ফাঁকে ব্যস্ত আবেশ খান ও অক্ষর পটেল। ব্যাট পরখ করছেন অক্ষর।
কাল ওপেনে নামতে পারেন ঈশান কিষাণ ও রুতুরাজ গায়কোয়াড। চেন্নাই সুপার কিংসের জার্সিতে খেলা রুতুরাজকে নেটে স্বমহিমায় দেখা গেল।
তারকা অলরাউন্ডার হার্দিক পাণ্ড্য কিছুদিন আগেই গুজরাত টাইটান্সের অধিনায়ক হিসেবে আইপিএল ট্রফি জিতেছেন।
নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে কাল প্রথম টি-টোয়েন্টিতে আমনে সামনে দু দল। খেলা শুরু হবে সন্ধে ৭টা থেকে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -