৩৩৪ দিন পর কলকাতার ময়দানে ফিরল ক্রিকেট
দীর্ঘ ৩৩৪ দিন পর কলকাতার ময়দানে ফিরল ক্রিকেট।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appশনিবার সিএবি-র প্রথম ও দ্বিতীয় ডিভিশন মিলিয়ে মোট ১৪টি ম্যাচ হল।
প্রথম ও দ্বিতীয়, দুই ডিভিশনের টি-টোয়েন্টি টুর্নামেন্ট জে সি মুখোপাধ্যায় ও এন সি চট্টোপাধ্যায় ট্রফি দিয়ে শুরু হল স্থানীয় ক্রিকেটের মরসুম।
প্রথম ডিভিশনের টি-টোয়েন্টি টুর্নামেন্ট জে সি মুখোপাধ্যায় ট্রফিতে শনিবার জিতল শ্যামবাজার, পোর্ট ট্রাস্ট, টাউন ক্লাব, আনন্দবাজার স্পোর্টিং ক্লাব, মহমেডান ও বড়িশা স্পোর্টিং।
দ্বিতীয় ডিভিশনের টি-টোয়েন্টি টুর্নামেন্ট এন সি চট্টোপাধ্যায় ট্রফিতে জিতল ইয়ং বেঙ্গল, বেঙ্গল স্পোর্টিং, সাউথ সুবার্বান, অ্যামেচার ক্রিকেট ক্লাব, সুবার্বান ক্রিকেট ক্লাব, তালতলা ইনস্টিটিউট, শিবপুর ইনস্টিটিউট ও সালকিয়া ফ্রেন্ডস।
ময়দানে ক্রিকেট ফেরার দিন সকালেই মাঠে হাজির হয়েছিলেন সিএবি কর্তারা।
প্রত্যেক দলের জন্য করোনাবিধি ঠিক করে দিয়েছে সিএবি।
চলছে ক্রিকেট কিটস স্যানিটাইজেশনের কাজ।
সংক্রমণ ঠেকাতে তৎপর সিএবি।
মাঠে সকলের হাতে হাতে ঘুরল স্যানিটাইজার। ছবি সৌজন্য: সিএবি
- - - - - - - - - Advertisement - - - - - - - - -