Argentina Football Team: কোপা চ্যাম্পিয়ন হয়েও রোহিত-কোহলিদের মতো দশা আর্জেন্তিনার ফুটবলারদের
লউতারো মার্তিনেজ়ের গোলে কোপা আমেরিকা ফাইনালে কলম্বিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্তিনা। ৫ গোল করে গোল্ডেন বুট জিতেছেন মার্তিনেজ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appগোল্ডেন গ্লাভস জিতেছেন গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ়। রেকর্ড সংখ্যক ১৬ বার কোপা চ্যাম্পিয়ন হল আর্জেন্তিনা।
কোপা চ্যাম্পিয়ন হওয়ার পর দেশে ফেরার আগে অবশ্য সমস্যায় পড়তে হল আর্জেন্তিনা ফুটবলারদের। ঝড়ের কবলে আটকে পড়েন লিওনেল স্কালোনি ও তাঁর ফুটবলাররা।
টি-২০ বিশ্বকাপ জিতে ঝড়ের জন্য ওয়েস্ট ইন্ডিজ়েই আটকে পড়তে হয়েছিল রোহিত শর্মা, বিরাট কোহলিদের। যেন সেই অভিজ্ঞতাই হল অ্যাঙ্খেল দি মারিয়াদেরও।
তবে রোহিতদের মতো নয়, দি মারায়ারা কয়েক ঘণ্টা আটকে পড়েছিলেন ঝড়ে। মায়ামি থেকে দেশে ফেরার বিমান ছাড়ে দেরি করে।
দেশে ফিরে রাকজীয় অভ্যর্থনা পেলেন আর্জেন্তিনার ফুটবলাররা। আকাশী নীল ও সাদা রংয়ের কনফেট্টিতে ঢাকা পড়ল রাস্তাঘাট।
এজিজা বিমানবন্দরের বাইরে আতসবাজির রোশনাই আকাশ জুড়ে। মুগ্ধ হয়ে দেখলেন ফুটবলাররা।
হাজার হাজার মানুষ জড়ো হয়েছিলেন কোপা চ্যাম্পিয়নদের বরণ করে নিতে। জাতীয় দলের জার্সি ও পতাকা কেনার ধুম।
লিওনেল মেসির জার্সির চাহিদা ছিল সবচেয়ে বেশি। তারপরই বেশি বিক্রি হয়েছে দি মারিয়ার জার্সি।
দি মারিয়া দেশে ফিরলেও মেসি চোটের শুশ্রূষা করাবেন বলে ফ্লোরিডায় থেকে গিয়েছেন। এমিলিয়ানো মার্তিনেজ়, হুলিয়ান আলভারেজ়রাও ফেরেননি। রদ্রিগো দে পল, জিওভানি লো সেলসো, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, নিকো গঞ্জালেজ়, নাহুয়েল মোলিনা, লিজ়ান্দ্রো মার্তিনেজ়, পালাসিওসদের জন্য অবশ্য উন্মাদনার ঘাটতি ছিল না। ছবি - আর্জেন্তিনা ফুটবল সংস্থা ও কোপা আমেরিকার এক্স হ্যান্ডল থেকে নেওয়া
- - - - - - - - - Advertisement - - - - - - - - -