Cristiano Ronaldo: রোনাল্ডোর সাফল্যের নেপথ্যে কুসংস্কার! সত্যিটা জানলে আপনিও চমকে উঠবেন
বিশ্ব ফুটবলের সর্বকালের অন্যতম সেরা ফুটবলার তিনি। আধুনিক ফুটবলের সবচেয়ে জনপ্রিয় তারকা। আন্তর্জাতিক ফুটবলে সর্বাধিক গোলের মালিক ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সাফল্যের মূলে কি কোনও কুসংস্কার রয়েছে?
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appফুটবলের প্রতি প্যাশন, কঠোর পরিশ্রম, নিষ্ঠা তো রয়েইছে। সঙ্গে নাকি কিছু কুংস্কারও মেনে চলেন সি আর সেভেন। সেগুলো কি জানেন?
রোনাল্ডোর সতীর্থ প্যাট্রিক ভিয়েরা একবার এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে তিনি রোনাল্ডোর বাড়িতে ডিনারে গিয়েছিলেন। কিন্তু সেখানে গিয়ে রোনাল্ডো নাকি তাঁকে ফের অনুশীলনে ঠেলে দিয়েছিলেন। নিজেও জিম সেশনে মত্ত ছিলেন।
রোনাল্ডোর কুংস্কারগুলো একটু অদ্ভুত রকমের। যখনই তিনি অসুস্থ থাকেন, নিজের সব নখগুলোয় কালো রং করে থাকেন।
দলের ফটোসেশন যখন হয়, তখন প্রত্যেকবার একই স্থানে থাকেন রোনাল্ডো। এটিও পর্তুগিজ তারকার একটি অন্যতম কুসংস্কার।
রোনাল্ডো যখনই অনুশীলনে বা মাঠে ম্য়াচ খেলতে নামেন, সবসময়ই তিনি ডান পায় আগ মাঠের ভেতরে রাখেন। এতে নাকি দলের ও নিজের জন্য ভাল। এমনটাই মনে করেন সি আর সেভেন।
দু পা ফাঁক করে ফ্রি কিক রোনাল্ডোর আইকনিক স্টাইল। কেরিয়ারের শুরু থেকেই এভাবেই ফ্রি কিক নিয়ে আসছেন সি আর সেভেন। যাতে আজ পর্যন্ত কোনও পরিবর্তন হয়নি।
৩৯ বছরের রোনাল্ডো এবারই শেষবার এই টুর্নামেন্টে খেলতে নেমেছেন। নিজের শেষ ইউরো স্মরণীয় করে রাখতে চাইবেন পর্তুগিজ তারকা।
ইউরো কাপের প্রথম ম্যাচে চেক প্রজাতন্ত্রের বিরুদ্ধে গোল পেলেন না সেই রোনাল্ডো। তবু পর্তুগাল ম্যাচ জিতল। ২-১ গোলে জিতে ইউরো কাপে অভিযান শুরু করল পর্তুগাল।
রোনাল্ডোর জার্সি নম্বর সাত, মহেন্দ্র সিংহ ধোনির জার্সি নম্বরও সাত। রোনাল্ডোরে সম্মান জানাতে বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফা সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করে দিয়েছিল, 'থালা ফর আ রিজ়ন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -