East Bengal: অতীতে নেমার, সুয়ারেজদের বিরুদ্ধে খেলা ভেনেজুয়েলার ফরোয়ার্ড এবার ইস্টবেঙ্গলে
কথা দিয়েছিলেন লাল হলুদ কোচ। সেইমতোই কলকাতা ডার্বির আগেই ইস্টবেঙ্গলে নতুন বিদেশির আগমন ঘটল।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএকেবারেই লাতিন আমেরিকান দেশ ভেনেজুয়েলার জাতীয় দলের ফরোয়ার্ড রিচার্ড এনরিকে সেলিস স্যাঞ্চেজকে সই করাল লাল হলুদ। মরশুমের শেষ পর্যন্ত চুক্তিতে তাঁকে সই করাল ময়দানের ক্লাব।
ভেনেজুয়েলার হয়ে খেলা তারকা বাঁ-দিকের উইং এবং ফরোয়ার্ড, উভয় পজিশনেই খেলতে সক্ষম।
২৮ বছর বয়সি এই ফরোয়ার্ড প্রথম সারির ক্লাবের হয়ে শীর্ষ স্তরে ২৫০-র অধিক ম্যাচ খেলেছেন।
অতীতে ভেনেজুয়েলার জাতীয় দলের হয়ে নেমার, সুয়ারেজদের বিরুদ্ধে খেলেছেন সেলিস।
ভেনেজুয়েলার প্রথম ডিভিশনের পুয়ের্তো ক্যাবিলোর হয়ে অক্টোবরে শেষবার খেলতে দেখা গিয়েছিল সেলিসকে।
২০১৯ সালে ভেনেজুয়েলার প্রিমেরা ডিভিশন, ২০২২ সালে কোপা কলম্বিয়াজয়ী দলের অংশ ছিলেন তিনি।
অ্যাটলেটিকো ভেনেজুয়েলা, ডেপর্টিভো জেবিএলস কারাকাস এফসি, স্লোভাকিয়ার এফকে সেনিকার মতো দলের জার্সি গায়ে মাঠে নামতে দেখা গিয়েছে তাঁকে।
এবার তিনি লাল হলুদের হয়ে মাঠে নামবেন। ভারতীয় ফুটবলের অভিজ্ঞতার জন্য মুখিয়ে রয়েছেন ইস্টবেঙ্গলের নতুন ফরোয়ার্ড।
লাল হলুদে যোগ দিয়ে তিনি বলেন, 'ইস্টবেঙ্গলের মতো একটি ক্লাব, যার এত সমর্থক রয়েছে, এক গৌরবোজ্জল ইতিহাস রয়েছে, সেই ক্লাবে যোগ দিতে পেরে আমি উচ্ছ্বসিত। আমার কেরিয়ারের এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে এবং ভারতীয় ফুটবলের চ্যালেঞ্জ নিতে উৎসুক এবং এই ক্লাবের হয়ে খেলার জন্য মুখিয়ে রয়েছি।' ছবি- সেলিসের ইনস্টাগ্রাম
- - - - - - - - - Advertisement - - - - - - - - -