Spain Euro Champion: ৭ ম্যাচের ৭টিই জিতে ইউরোপ সেরা স্পেন, প্রথম দেশ হিসাবে এই অভিশাপের মুখে ইংল্যান্ড
রুদ্ধশ্বাস ম্যাচে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ইউরো কাপ চ্যাম্পিয়ন হল স্পেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসব মিলিয়ে এটা স্পেনের চতুর্থ ইউরো কাপ খেতাব। লা রোহারা ভেঙে দিল জার্মানির রেকর্ড।
জার্মানি তিনবার ইউরোপ সেরা হয়েছিল। স্পেন সেই রেকর্ড ছাপিয়ে গেল।
টুর্নামেন্টে অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হল স্পেন।
৭ ম্যাচ খেলে ৭টিতেই জিতেছেন আলভারো মোরাতা, লামিন ইয়ামালরা।
প্রথম দেশ হিসাবে পরপর দুটি ইউরো ফাইনালে হারের অভিশাপ বহন করতে হল ইংল্যান্ডকে।
ম্যাচে পিছিয়ে পড়েও সমতা ফিরিয়েছিল ইংল্যান্ড। তবে শেষরক্ষা হল না। ১৯৬৬ সালের বিশ্বকাপ ছাড়া আর কোনও ট্রফি নেই ইংল্যান্ডের ভাঁড়ারে।
এর আগে ১৯৬৪, ২০০৮ ও ২০১২ সালে ইউরো কাপ জিতেছিল স্পেন।
ফাইনালে স্পেনের হয়ে গোল করলেন নিকো উইলিয়ামস ও মাইকেল ওয়ারজ়াবাল।
ম্যাচের পর ইংরেজ কোচ গ্যারেথ সাউথগেট মেনে নেন যে, টুর্নামেন্টের সেরা দলের কাছে হারতে হয়েছে। ছবি - উয়েফা ও স্পেনের ফুটবল সংস্থার সোশ্যাল মিডিয়া থেকে নেওয়া
- - - - - - - - - Advertisement - - - - - - - - -