Lionel Messi: সামনে থেকে নেতৃত্ব! মেক্সিকোকে হারানোর কয়েক ঘণ্টার মধ্যে প্র্যাক্টিসে হাজির মেসি
বিশ্বকাপের প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে অপ্রত্যাশিতভাবে হেরে গিয়েছিল আর্জেন্তিনা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতবে মেক্সিকোর বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছে আর্জেন্তিনা।
মেক্সিকোকে ২-০ গোলে হারিয়েছেন লা আলবিসেলেস্তেরা।
গোল পেয়েছেন মেসি। বাঁ পায়ের মাটি ঘেঁষা ভলিতে গোল করেন তিনি।
দলের হয়ে দ্বিতীয় গোল করেন ২১ বছরের তরুণ এনজো ফার্নান্দেজ। মেক্সিকো বক্সের ডান প্রান্ত থেকে ডান পায়ের ইনস্টেপে দুরন্ত গোল করেন তিনি।
মেক্সিকোর বিরুদ্ধে ম্যাচ জেতার কয়েক ঘণ্টা পরেই ফের মাঠে নেমে পড়লেন মেসি। রবিবার সকালে কাতার বিশ্ববিদ্যালয়ের তিন নম্বর মাঠে প্র্যাক্টিসে হাজির মেসি।
আর্জেন্তিনার যে সমস্ত ফুটবলার শনিবার রাতের ম্যাচে খেলেননি, সেই ১৩ জনকে প্র্যাক্টিসে ডেকেছিলেন কোচ লিওনেল স্কালোনি। সেখানেই রদ্রিগো দি পলকে নিয়ে হাজির হন মেসি।
তবে তিনি বল নিয়ে কসরত করেননি। কিছুক্ষণ হাঁটাহাঁটি করেন। বেশ খোশমেজাজেই ছিলেন।
বুধবার ভারতীয় সময় মধ্যরাত পেরিয়ে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে আর্জেন্তিনা। প্রতিপক্ষ পোল্যান্ড।
সেই ম্যাচ জিতলেই শেষ ষোলো নিশ্চিত করে ফেলবেন মেসিরা। - এপি, এএফপি
- - - - - - - - - Advertisement - - - - - - - - -