FIFA WC 2022: কাতার বিশ্বকাপে এই পাঁচ রেকর্ড ভাঙতে পারেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
নিজের পঞ্চম বিশ্বকাপে অংশগ্রহণ করতে ইতিমধ্যেই কাতারে পৌঁছে গিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সম্ভবত তাঁর শেষ বিশ্বকাপে দলকে জেতাতে মরিয়া হয়ে মাঠে নামবেন 'সিআর৭'।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসিআর সেভেনের মাঠে নামা মানেই একের পর এক ইতিহাস গড়া। কাতার বিশ্বকাপেও পাঁচ রেকর্ড ভাঙতে পারেন তিনি।
এবারে যুগ্ম রেকর্ড পঞ্চম বিশ্বকাপে মাঠে নামবেন রোনাল্ডো। রাফা মার্কেজ, অ্যান্টোনিও ক্যারাবাল, লোথার ম্যাথেউজের কৃতিত্বে ভাগ বসাবেন তিনি।
বিশ্বকাপে ১৭ ম্যাচে ৭ গোল করেছেন রোনাল্ডো। আর ৩ গোল করলেই বিশ্বকাপে পর্তুগালের সর্বোচ্চ গোলদাতা হয়ে যাবেন তিনি। পিছনে ফেলবেন ইউসেবিওকে।
দিয়েগো মারাদোনার এক রেকর্ডেও ভাগ বসানোর হাতছানি রয়েছে রোনাল্ডোর সামনে। পর্তুগাল দল কোয়ার্টার ফাইনালে পৌঁছলেই মারাদোনার ১৬ ম্যাচে দলকে নেতৃত্ব দেওয়ার রেকর্ডে ভাগ বসাবেন।
আর ৪ অ্যাসিস্ট দিলেই তিনি বিশ্বকাপে পর্তুগালের হয়ে সর্বাধিক অ্যাসিস্ট প্রদানকারী হয়ে যাবেন। পিছনে ফেলবেন ফিগোকে।
এক বিশ্বকাপে পর্তুগিজ হিসাবে সর্বাধিক গোল করার রেকর্ডও ভাঙতে পারেন তিনি। বর্তমানে ইউসেবিও এই রেকর্ডের মালিক।
ইউসেবি ১৯৬৬ বিশ্বকাপে নয়টি গোল করেছিলেন। রোনাল্ডো কিন্তু ফর্মে থাকলে এই রেকর্ড ভাঙতেই পারেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -