Golden GLove Winner: এই মরসুমের সেরা পাঁচটি লিগের গোল্ডেন গ্লাভস পুরস্কার পেয়েছেন যাঁরা
প্রিমিয়ার লিগে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের গোলরক্ষক ডেভিড ডি গিয়া গোল্ডেন গ্লাভস জিতেছেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমরসুমে সর্বাধিক ১৭ বার ক্লিনশিট দিয়েছেন এই স্প্যানিশ গোলরক্ষক। এর আগে ২০১৭/২০১৮ মরসুমেও এই অ্যাওয়ার্ড জিতেছিলেন ডি গিয়া।
বুন্দেশলিগায় সবচেয়ে বেশি ক্লিনশিট ১৩টি রেখেছেন এসসি ফ্রেইবের্গের মার্ক ফ্লেইকেন।
৩৪ ম্য়াচে ১৩টি ক্লিনশিট রেখেছেন মার্ক ফ্লেইকেন।
লিগ ওয়ানে সবেচেয়ে বেশি ক্লিনশিট রেখেছেন আরসি লেন্সের ব্রিস সাম্বা।
৩৭ ম্যাচে গোল মোট ১৫টি ক্লিনশিট রেখে সাম্বা গোল্ডেন গ্লাভস পুরস্কার জিতেছেন।
সিরি-এতে গোল্ডেন গ্লাভস জয়ের অন্যতম দাবিদার লাজিওর গোলরক্ষক ইভান প্রোভিডেল।
৩৭টি ম্যাচ খেলে ২০টি ক্লিনশিট রেখেছেন ইভান। তিনিই হয়ত জিতবেন সিরি-এ-তে গোল্ডেন গ্লাভস।
বার্সেলোনার গোলরক্ষক মার্ক এন্ড্রে টের স্টেগান লি লিগায় এভার গোল্ডেন গ্লাভস জিততে পারেন। ৩৭ ম্যাচে ২৬টি ক্লিনশিট রেখেছেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -