MS Dhoni: মুম্বইয়ে হাঁটুর অস্ত্রোপচার করিয়ে রাঁচিতে ফিরে গেলেন ধোনি
জল্পনার অবসান। মহেন্দ্র সিংহ ধোনির (MS Dhoni) হাঁটুর সফল অস্ত্রোপচার হল।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appচেন্নাই সুপার কিংসের চিফ এগজিকিউটিভ অফিসার (CEO) কাশী বিশ্বনাথন সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছেন, মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ধোনির হাঁটুর অস্ত্রোপচার হয়েছে। তিনি সুস্থ আছেন।
ভারতীয় ক্রিকেট বোর্ডের বিশেষজ্ঞ চিকিৎসকদের অন্যতম, চিকিৎসক দীনশ পার্ডিওয়ালা ধোনির হাঁটুতে অস্ত্রোপচার করেছেন।
তিনিই ঋষভ পন্থের হাঁটুতে অস্ত্রোপচার করেছিলেন। আপাতত সেরে ওঠার পথে পন্থ।
বিশ্বনাথন বলেছেন, 'হ্যাঁ, মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ধোনির হাঁটুতে সফল অস্ত্রোপচার হয়েছে। সকালেই অস্ত্রোপচার হয়েছে। ও ভাল আছে। আমি বিস্তারিত জানি না। কী ধরনের অস্ত্রোপচার হয়েছে বা অন্যান্য বিশদ বিবরণ এখনও পাইনি।'
জানা গিয়েছে, কী হোল সার্জারি (মাইক্রোসার্জারি) করে ধোনিকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। আথ্রোস্কোপিক রিপেয়ারের জন্য অস্ত্রোপচার করা হয়েছে বলেও জানা গিয়েছে।
চেন্নাই সুপার কিংসের সঙ্গে যুক্ত একজন সংবাদসংস্থাকে বলেছেন, 'ওকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে আর ধোনি রাঁচিতে ফিরে গিয়েছে। ওর রিহ্যাবিলিটেশন শুরু হওয়ার আগে বাড়িতে কয়েকদিন বিশ্রাম নেবে। পরের আইপিএলের আগে ও সেরে ওঠার যথেষ্ট সময় পাবে।'
এদিন ধোনির একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। যে ছবিতে ধোনির হাতে দেখা যাচ্ছে ভগবৎ গীতা।
সদ্যই গুজরাত টাইটান্সকে হারিয়ে নয়া ইতিহাস রচনা করেছে চেন্নাই সুপার কিংস। রেকর্ড পঞ্চম আইপিএল (IPL 2023) খেতাব জিতে নিয়েছে সিএসকে (CSK)।
গোটা মরসুম জুড়েই দুর্দান্ত নেতৃত্বের পরিচয় দিয়েছেন মহেন্দ্র সিংহ ধোনি (Mahendra Singh Dhoni)। তিনি ব্যাট হাতে তেমন বড় ইনিংস খেলতে না পারলেও, উইকেটের পিছনে তাঁর ক্ষিপ্রতা দেখে বোঝা দায় যে তিনি ৪০ পেরিয়েছেন। কিন্তু মরসুম জুড়েই ধোনি হাঁটুর সমস্যায় ভুগেছেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -