India vs Kuwait: ফুটবল বিশ্বকাপের যোগ্যতা অর্জন করবে ভারত? সুনীলদের সামনে অঙ্কটা ঠিক কী?
৬ জুন সল্ট লেকের যুবভারতী স্টেডিয়ামে ফুটবল বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী পর্বের ম্যাচে কুয়েতের বিরুদ্ধে খেলবে ভারত। সেই ম্যাচটি খেলেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাবেন ভারতীয় ফুটবলের কিংবদন্তি সুনীল ছেত্রী।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appফুটবল বিশ্বকাপে কোনওদিন না খেলার আক্ষেপ রয়েছে ভারতীয় ফুটবলপ্রেমীদের। বিশ্বকাপে ব্রাজিল, আর্জেন্তিনা কিংবা ইংল্যান্ড, পর্তুগাল, জার্মানির মতো দেশকে সমর্থন করেই কাটাতে হয় ভারতীয় ক্রীড়াপ্রেমীদের।
এবার কি নিজের দেশের জন্য গলা ফাটানোর সুযোগ পাবেন ভারতীয় ফুটবলপ্রেমীরা? বিশ্বকাপের যোগ্যতা অর্জন করবে ভারত?
কোন অঙ্কে খুলে যেতে পারে ভারতীয় দলের সামনে ফুটবল বিশ্বকাপে খেলার দরজা? যোগ্যতা অর্জন পর্বে ছবিটা ঠিক কী?
২০২৬ সালের বিশ্বকাপে অংশগ্রহণকারী দলের সংখ্যা ৩২ থেকে বেড়ে হচ্ছে ৪৮। তাই সুযোগ বাড়ছে খেলার।
এএফসি স্তরে গ্রুপ পর্বে খেলছে ভারত। গ্রুপ এ-তে ভারতের সঙ্গে রয়েছে কাতার, আফগানিস্তান ও কুয়েত।
আপাতত ৪ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে তালিকায় দু'নম্বরে রয়েছে ভারত। ৬ জুন কুয়েত ও ১১ জুন কাতারের বিরুদ্ধে ম্যাচ বাকি ভারতের। এই দুই ম্যাচের মধ্যে একটিতে অন্তত জিততেই হবে ভারতকে। তবে তৃতীয় রাউন্ডে উঠবে ভারত।
ভারত কুয়েতকে হারালে ও কাতারের কাছে হেরে গেলে ৭ পয়েন্টে শেষ করবে। কাতারকে সব ম্যাচ জিততে হবে। কুয়েতকে হারাতে হবে আফগানিস্তানকে। তাহলে গ্রুপের দ্বিতীয় দল হিসাবে পরের পর্বে যাবে ভারত। ভারত যদি কুয়েতকে হারায় ও কাতারের কাছে হেরে যায়, পয়েন্ট হবে ৭। কুয়েত আফগানদের কাছে হেরে গেলে, আফগানিস্তানের পয়েন্টও হবে ৭। তবে গোলপার্থক্য ভাল থাকলে পরের পর্বে যাবে ভারত।
ভারত কাতারকে হারিয়ে কুয়েতের কাছে হারল। আটকে গেল ৭ পয়েন্টে। কাতার ভারত ও আফগানিস্তানকে হারাল। কিন্তু কুয়েতের কাছে হেরে গেল। কুয়েতকে হারাল আফগানিস্তান। সেক্ষেত্রেও ভারত ও আফগানিস্তানের পয়েন্ট সমান হবে। তবে গোলপার্থক্যে এগিয়ে থাকলে পরের রাউন্ডে যাবে ভারত।
ভারত হয়তো কুয়েতের কাছে হেরে গেল কিন্তু কাতারকে হারাল। কাতার হারাল আফগানিস্তান ও কুয়েতকে। কুয়েতকে হারাল আফগানিস্তানও। সেক্ষেত্রেও ভারত ও আফগানিস্তানের পয়েন্ট সমান হবে আর গোলপার্থক্যে এগিয়ে থাকলে তৃতীয় রাউন্ডে যাবে ভারত। ছবি - AIFF
- - - - - - - - - Advertisement - - - - - - - - -