Lionel Messi: কোপা আমেরিকার প্রথম ম্যাচে দলের জয়ের কারিগর, পাশাপাশি বিরল কীর্তি মেসির
কোপা আমেরিকার প্রথম ম্যাচেই শুরু হয়ে গেল মেসি-ম্যাজিক।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকাতার বিশ্বকাপে তাঁর নেতৃত্বেই তৃতীয়বারের জন্য বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্তিনা।
তারপর ফের এক আন্তর্জাতিক টুর্নামেন্টে দেশের নেতৃত্ব দিচ্ছেন মেসি।
শুক্রবার ভারতীয় সময় ভোররাতের ম্যাচে কানাডাকে ২-০ গোলে হারিয়ে কোপায় খেতাব রক্ষার অভিযান শুরু করল গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্তিনা।
সেই ম্যাচে মেসি বেশ কয়েকটি গোলের সুযোগ পেলেও লক্ষ্যভেদ করতে পারেননি।
তবে হুলিয়ান আলভারেজ ও লউতারো মার্তিনেজ় - আর্জেন্তিনার দুই গোলদাতার জন্য বল সাজিয়ে দিয়েছিলেন কিংবদন্তিই।
পাশাপাশি বিরল এক রেকর্ড গড়লেন মেসি। কোপা আমেরিকার ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলার নজির গড়লেন।
কোপা আমেরিকায় মোট ৩৫টি ম্যাচ খেললেন মেসি। চিলির গোলকিপার সের্জিও লিভিংস্টোনের ৩৪ ম্য়াচ খেলার রেকর্ড ভেঙে দিলেন।
২০০৭ সালে ভেনিজুয়েলায় আয়োজিত কোপায় প্রথম খেলেছিলেন মেসি। তারপর থেকে মোট সাতটি কোপায় অংশ নিয়েছেন।
আর চারটি গোল করলেই কোপা আমেরিকার সর্বোচ্চ গোলদাতা হিসাবে স্বদেশীয় নর্বার্তো মেনদেজ় ও ব্রাজিলের জ়িজ়িনহোকে ধরে ফেলবেন তিনি। দুজনেরই কোপায় ১৭টি করে গোল রয়েছে। ছবি - আর্জেন্তিনা ফুটবল সংস্থা ও মেসির এক্স হ্যান্ডল থেকে নেওয়া
- - - - - - - - - Advertisement - - - - - - - - -