Messi Birthday: গোল করে আকাশের দিকে হাত তুলে কাকে খোঁজেন মেসি? জন্মদিনে অজানা গল্প
২৪ জুন। লিওনেল মেসির জন্মদিন। ১৯৮৭ সালে আজকের দিনেই আর্জেন্তিনার রোজ়ারিওতে জন্ম হয়েছিল মেসির।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবিশ্বকাপ জিতেছেন। কোপা আমেরিকা ও ফাইনালিসিমাও চ্যাম্পিয়ন হয়েছেন। জন্মদিনে মেসির কিছু অজানা গল্প জেনে নেওয়া যাক।
গোল করার পরই আকাশের দিকে দু'হাত তুলে সেলিব্রেট করেন মেসি। কেন এই কায়দায় উৎসব? কাকে খোঁজেন মেসি?
এক সাক্ষাৎকারে মেসি জানিয়েছিলেন, আকাশের দিকে হাত তুলে ঠাকুমা সিলিয়াকে খোঁজেন মেসি।
ঠাকুমার জন্যই মেসির ফুটবলের প্রতি ঝোঁক। যদিও মেসির সর্বোচ্চ পর্যায়ে খেলা দেখে যেতে পারেননি। ১৯৯৮ সালে মারা যান সেলিয়া।
২০১০ সালে স্পেনের হয়ে বিশ্বকাপ জিততে পারতেন মেসি। কারণ, স্পেনের হয়ে খেলার প্রস্তাব দেওয়া হয়েছিল মেসিকে।
পেশাদার কেরিয়ারের ১৭ বছর স্পেনে কাটিয়েছেন মেসি। তবে স্পেনের হয়ে খেলার প্রস্তাব নাকচ করেন তিনি।
মেসির প্রিয় ফুটবলার কে? যদি মারাদোনার নাম ভেবে থাকেন, তো ভুল করছেন।
মেসির প্রিয় ফুটবলার পাবলো আইমার। ২০০৪ সালে একটি ম্যাচের পর আইমারের জার্সি পেয়েছিলেন মেসি। এখনও যা সযত্নে রক্ষিত রয়েছে তাঁর কাছে।
১৮ বছর ১১ মাস ২৩ দিন বয়সে আর্জেন্তিনা জার্সিতে প্রথম বিশ্বকাপে নেমেছিলেন মেসি। ২০০৬ বিশ্বকাপে। তিনিই বিশ্বকাপে খেলা আর্জেন্তিনার কনিষ্ঠতম ফুটবলার। ছবি - মেসির ফেসবুক
- - - - - - - - - Advertisement - - - - - - - - -