Manuel Neuer: বিশ্ব ফুটবলের এই পাঁচটি রেকর্ড, যা ন্যয়ারের ঝুলিতে এখনও অক্ষুণ্ণ
১৫ বছরের আন্তর্জাতিক ফুটবল কেরিয়ারকে ইতি টেনেছেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appক্লাব ফুটবলে যতগুলো ট্রফি জেতা যায়, প্রায় সব ট্রফিই ঝুলিতে পুরেছেন ন্যয়ার। গোল্ডেন গ্লাভস জিতেছেন। জিতেছন ফুটবল বিশ্বকাপও।
২০১৪ সালে ব্যা লঁ ডির জয়ের নিরিখে তৃতীয় স্থানে ছিলেন ন্যয়ার। সেই বছরই আর্জেন্তিনাকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয় জার্মানি। ব্রাজিলে আয়োজিত সেই বিশ্বকাপই ছিল জার্মানির শেষ বিশ্বকাপ জয় এখনও পর্যন্ত।
২০১২ সালের নভেম্বর থেকে ২০১৪ সালের মার্চ পর্যন্ত টানা ৪৮ ম্য়াচে হারের মুখ দেখেননি ন্য়য়ার। গোলকিপাদেকর মধ্যে যা বিরল রেকর্ড।
বায়ার্ন মিউনিখের এই কিংবদন্তি গোলরক্ষক একমাত্র গোলরক্ষক বিশ্ব ফুটবলে যিনি ইউরোপের তিনটি সেরা ট্রফিগুলো ২ বার জিতেছেন।
এখনও পর্যন্ত মোট ১৩ জন ফুটবলার এই তালিকায় রয়েছেন, যাঁরা দুবার ইউরোপের তিনটি সেরা ট্রফি দুবার করে জিতেছেন।
বিশ্বের সেরা গোলরক্ষকের সম্মান পাওয়ার নিরিখে যুগ্মভাবে শীর্ষে রয়েছেন ম্য়ানুয়েল ন্যয়ার। তাঁর সঙ্গে শীর্ষে রয়েছেন ইকের ক্যাসিয়াস ও বুঁফো।
তবে বিশ্বের একমাত্র গোলরক্ষক হিসেবে টানা চারবার বিশ্ব ফুটবলের সেরা গোলরক্ষক হওয়ার সম্মান পেয়েছেন ম্য়ানুয়েল ন্যয়ার। এই রেকর্ড কেউ ভাঙতে পারেননি।
চ্য়াম্পিয়ন্স লিগের মঞ্চে সর্বাধিক ৫৭ টি ক্লিনশিট রয়েছে ন্যয়ারের। তালিকায় তাঁর সঙ্গে সমসংখ্যক ক্লিনশিট নিয়ে যুগ্মভাবে শীর্ষে রয়েছেন ইকের ক্য়াসিয়াস।
আন্তর্জাতিক ফুটবলে ১২৪টি ম্য়াচ খেলেছেন এখনও পর্যন্ত ন্য়য়ার। জার্মানির গোলরক্ষক হিসেবে সর্বাধিক ম্য়াচ খেলার রেকর্ড গড়েছেন ন্য়য়ার।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -