FIFA World Cup Opening Ceremony: চোখধাঁধানো আতসবাজি, ফ্রিম্যান-জং কুকের পারফরম্যান্সে জমকালো উদ্বোধন
কাতার বিশ্বকাপের (FIFA World Cup 2022) ঢাকে কাঠি পড়ে গেল। গোটা বিশ্বকে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান উপহার দিল আয়োজক দেশ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএই প্রথম মধ্য প্রাচ্যের কোনও দেশে ফুটবল গ্রহের সেরা উৎসব আয়োজিত হয়েছে। সেই অনুষ্ঠানের বোধন পর্বকে স্মরণীয় করে রাখল কাতার।
উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করলেন বিখ্যাত মার্কিন অভিনেতা মর্গ্যান ফ্রিম্যান (Morgan Freeman)। সেই সঙ্গে আসর মাতালেন দক্ষিণ কোরিয়ার বিখ্যাত গায়ক জং কুক।
বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে কাতারের আল খোরে এল বেইত স্টেডিয়ামে চোখধাঁধানো উপস্থিতি ছিল অফিশিয়াল ম্যাসকট লাইবের। শূন্যে উড়ে এসে মাঠে প্রবেশ করে সে। কাতারের শাসক (Emir) শেখ তামিম বিন হামাদ আল থানি সকলকে স্বাগত জানিয়ে ভাষণ দেন। তিনি জানান, গোটা বিশ্ব উপভোগ করবে এবারের টুর্নামেন্ট।
শেখ তামিম বিন হামাদ আল থানির পাশেই বসেছিলেন জিয়ান্নি ইনফান্তিনো। দুজনকে দেখা যায় পাশাপাশি দাঁড়িয়ে মাঠে হাজির জনতার দিকে হাত নাড়াচ্ছেন।
কাতার বিশ্বকাপের মাঝেই স্মরণ করা হয়েছে আগের সমস্ত বিশ্বকাপকে। আগের সমস্ত বিশ্বকাপের ম্যাসকট ও থিম সং মিলিয়ে একটি বিশেষ কোলাজও প্রদর্শিত হয়। অনুষ্ঠানের শুরুতেই কাতারের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরা হয় একটি পারফরম্যান্সের মাধ্যমে।
অনুষ্ঠানের একেবারে শেষ লগ্নে ছিল চোখ ধাঁধানো আতসবাজির প্রদর্শনী। গোটা এল বেইত স্টেডিয়াম আলোকিত হয়ে ওঠে রোশনাইয়ে। ছবি - এএফপি
- - - - - - - - - Advertisement - - - - - - - - -