Santosh Trophy Champion: সন্তোষ জয়ী বাংলা দলের ফুটবলারদের জন্য চাকরির ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন বাংলার সন্তোষ ট্রফি জয়ী ফুটবলাররা। উপস্থিত ছিলেন কোচ সঞ্জয় সেনও।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবুধবার রাতেই কলকাতা বিমানবন্দরে পা রেখেছিল বাংলা ফুটবল দল। সেখানে উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী অরুপ বিশ্বাস।
প্লেয়াররা বিমানবন্দর থেকে বেরিয়ে আসতেই অরুপ বিশ্বাস জড়িয়ে ধরেন কোচ সঞ্জয় সেনকে। ট্রফিও হাতে তুলে নেন তিনি।
ক্রীড়ামন্ত্রীকে পাশে নিয়ে ট্রফির সঙ্গে ফটোসেশনও সারেন চাকু মান্ডি, রবি হাঁসদারা।
নবান্নে এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতেই মমতা বন্দ্যোপাধ্য়ায় তাঁদের প্রত্যেকের সঙ্গে দেখা করেন। অভিবাদন জানান সবাইকে।
সন্তোষ জয়ী দলকে ৫০ লক্ষ টাকা আর্থিক পুরস্কার ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের। সোশ্য়াল মিডিয়ায় তিনি ফাইনালের দিন পোস্ট করেছিলেন, দীর্ঘ ৮ বছরের অপেক্ষার পর, মর্যাদাপূর্ণ সন্তোষ ট্রফি পুনরুদ্ধার করে জয়ের ধ্বনিতে ২০২৫ সাল শুরু করল বাংলার ফুটবল দল। এনিয়ে রেকর্ড ৩৩ বার জিতল বাংলা।''
সন্তোষ জয়ী ফুটবলারদের সরকারি চাকরির ব্যবস্থা করে দেওয়ার জন্য ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ফাইনালের দিন ম্যাচের শুরু থেকেই খুব সতর্কভাবে খেলতে শুরু করে বাংলা ও কেরল উভয় দলই। ম্যাচের দ্বিতীয়ার্ধে অ্যাডেড টাইমে টুর্নামেন্টের ১২তম ও এই ফাইনাল ম্যাচের একমাত্র গোলটি করে কিস্তিমাত করেন রবি হাঁসদা।
টুর্নামেন্টে ১৩ গোল করে সোনার বুটও জিতে নিয়েছেন রবি হাঁসদা। কেরলের কাছে দু'বার সন্তোষ ট্রফি ফাইনালে হারের মধুর প্রতিশোধ নিল বাংলা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -