UCL 2024: পিছিয়ে থেকেও দুরন্ত কামব্যাক, জোড়া গোলে রিয়ালকে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে তুললেন জোসেলু
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে রিয়াল মাদ্রিদ। এই নিয়ে ১৮ তম বার। গতকাল বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে দ্বিতীয় লেগে ২-১ গোলে জয় ছিনিয়ে নেয় লস ব্ল্যাঙ্কােসরা। দুই লেগ মিলিয়ে ৪-৩ গোলে জয় পেল রিয়াল।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appগতকাল ২-১ ব্যবধানে দ্বিতীয় লেগের ম্য়াচে জয় ছিনিয়ে নেয় রিয়াল মাদ্রিদ।
ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষের ওপর চাপ তৈরি করছিলেন রিয়ালের ফুটবলাররা। ভিনিসিয়াস জুনিয়র ও টনি ক্রুজ প্রথম অর্ধে গোলমুখ খোলার চেষ্টা করছিলেন। কিন্তু পারেননি।
বায়ার্নকে হারিয়ে দেওয়ায় ফাইনালে ফেভারিট হিসেবেই বরুসিয়া ডর্টমুন্ডের বিরুদ্ধে মাঠে নামবেন বেলিংহ্যাম, ভিনিসিয়াস জুনিয়ররা
প্রথমার্ধ গোলশূন্য ভাবে শেষ হলেও দ্বিতীয়ার্ধে প্রথমে গোল হজম করতে হয় রিয়ালকে। ৬৮ মিনিটের মাথায় আলফান্সো ডেভিসের গোলে এগিয়ে যায় বায়ার্ন।
কিন্তু এরপরই ম্য়াচে আরও ঝাঁঝ বাড়িয়ে দেয় রিয়াল। মদ্রিচকে সাবস্টিটিউট হিসেবে নামানাের পর গোলও আসে। কিন্তু তা বাতিল হয়ে যায় নাচো ফাউল করায়।
সুপার সাব হিসেবে এরপর আনসেলোত্তি মাঠে নামার জোসেলুকে। তিনিই দলের পরিত্রাতা হয়ে ওঠেন। ৮৮ মিনিটের মাথায় জুনিয়রের শট আটকে দেন প্রথমে ন্য়য়ার। ফিরতি শটে গোল করে রিয়ালকে সমতায় ফেরান জোসেলু।
ম্য়াচের বাঁশি বাজার ঠিক আগ মুহূর্তে ফের গোল করেন জোসেলু। অফসাইডের সম্ভাবনা তৈরি হলেও তা হয়নি। হালকা ছুঁয়ে ন্যয়ারকে ফাঁকি দিয়ে বল জালে জড়়িয়ে দেন জোসেলু।
এই নিয়ে মোট ১৬ বার ফাইনালে উঠল রিয়াল। চ্যাম্পিন্স লিগ খেতাব ঝুলিতে রয়েছে জুনিয়রদের ১৪ বার। কার্লো আনসেলোত্তির কোচিংয়ে এবারও কি খেতাব আসবে?
- - - - - - - - - Advertisement - - - - - - - - -