Euro 2024 Final: ইংল্যান্ডকে হারিয়ে রেকর্ড চতুর্থবার মহাদেশ সেরা স্পেন, এক নজরে পরিসংখ্যানের নিরিখে ইউরো ফাইনাল
ইউরোর ইতিহাসে প্রথম দল হিসাবে চার বার মহাদেশের সেরা হয়ে খেতাব জয়ের রেকর্ড নিজেদের নামে করল স্পেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App২০১৫ ও ২০১৯ সালে যথাক্রমে অনূর্ধ্ব ১৯ ও অনূর্ধ্ব ২১, দুই বয়সভিত্তিক দলের হয়ে ইতিমধ্যেই মহাদেশের সেরা খেতাব জিতে নিয়েছিলেন লুইস দে লা ফুয়েন্তে। এরপর তিনি সিনিয়র দলের সঙ্গে ২০২৪ সালের ইউরো জিতে গড়লেন ইতিহাস।
১৭ বছর ১ দিনে কনিষ্ঠতম ফুটবলার হিসাবে কোনও ইউরোর ফাইনালে মাঠে নামার রেকর্ড গড়লেন লামিন ইয়ামাল। কনিষ্ঠতম ফুটবলার হিসাবে ইউরোর ম্যাচ খেলার পর আরও এক রেকর্ড এল তাঁর ঝুলিতে।
ইয়ামালের হাতে টুর্নামেন্টের সেরা তরুণ ফুটবলার হওয়ার পুরস্কার ওঠায় কেউই অবাক হবেন না।
প্রথম দল হিসাবে ইংল্যান্ড একাধিক ইউরোর ফাইনাল হারের অনভিপ্রেত রেকর্ডটি নিজেদের নামে করল।
২২ বছর দুই দিনের মাথায় গোল করা নিকো উইলিয়ামস ইউরোর ফাইনালে বয়সে নিরিখে দ্বিতীয় সর্বকনিষ্ঠ গোলদাতা।
ওয়ারজ়াবালের কাপজয়ী গোল স্পেনের এবারের ইউরোর ১৫তম গোল ছিল। এক ইউরোয় এটি সর্বকালের সর্বোচ্চ। স্পেন ১৯৮৪ সালে ফ্রান্সের এক ইউরোতে ১৪ গোলের রেকর্ড ভাঙল।
এই ম্যাচেই ইংল্যান্ডের গোলদাতা কোল পামার (২২ বছর ৬৯ দিন) তালিকায় পঞ্চম।
২০১২ সালের স্পেনের ইউরোজয়ী দলের একমাত্র সদস্য যিনি এখনও খেলা চালিয়ে যাচ্ছেন। ১২ বছরের ব্যবধানে ফের তাঁর হাতে উঠল মহাদেশ সেরার ট্রফি। হেসুস নাভাস ১৪তম ফুটবলার হিসাবে জিতলেন একাধিক ইউরো। ঘটনাক্রমে, ১৪জনের ১৩ জনই স্প্যানিশ। ছবি সৌজন্যে: উয়েফার ওয়েবসাইট
- - - - - - - - - Advertisement - - - - - - - - -