Karim Benzema: বিশ্বকাপ শেষেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন করিম বেঞ্জেমা
বিশ্বকাপে ফ্রান্স দলের বড় ভরসা হিসাবেই দেখা হচ্ছিল করিম বেঞ্জেমাকে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসদ্যই ব্যালন ডি'অর জয়ের পরে বিশ্বজয়ের লক্ষ্যে মাঠে নেমেছিলেন বেঞ্জেমা।
রিয়াল মাদ্রিদের হয়ে দুর্দান্ত খেলার সুবাদেই দীর্ঘদিন জাতীয় দল থেকে বাদ থাকার পরেও গত বছরই পুনরায় ফ্রান্স দলে ফেরেন বেঞ্জেমা।
তবে দুর্ভাগ্যবশত বিশ্বকাপ শুরুর ঠিক আগে অনুশীলনে চোট পেয়ে বিশ্বকাপ থেকেই ছিটকে যেতে হয় ফ্রান্সের তারকা ফরোয়ার্ডকে।
এবার বিশ্বকাপ শেষে নিজের ৩৫তম জন্মদিনেই আন্তর্জাতিক ফুটবলকেই বিদায় জানালেন ৩৫-র বেঞ্জেমা।
ফ্রান্সের হয়ে ৯৭টি আন্তর্জাতিক ম্যাচ খেলে মোট ৩৭টি গোল করেছেন বেঞ্জেমা।
বিশ্বকাপ ফাইনালে বেঞ্জেমার খেলার জল্পনা শোনা গেলেও, তিনি খেলেননি। এমনকী রাষ্ট্রপতি ইমানুয়েল মাঁকরের অনুরোধ সত্ত্বেও তিনি ম্যাচ দেখতে মাঠেও উপস্থিত হননি বলে খবর।
একাংশের দাবি চোট পাওয়ার পরও বেঞ্জেমা ফরাসি দলের সঙ্গেই থাকতে চেয়েছিলেন। কিন্তু কোচ দেশঁ তাঁকে সেই অনুমতি দেননি। দেশঁর ওপর রাগ করেই বেঞ্জেমা আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন বলেও জল্পনা শোনা যাচ্ছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -