French Open: ৫২ বছর পুরনো নজির ছুঁলেন, ফরাসি ওপেনে জকোভিচের রেকর্ডের ছড়াছড়ি
ফরাসি ওপেনে চ্যাম্পিয়ন হলেন নোভাক জকোভিচ। ১৯তম গ্র্যান্ড স্ল্যাম খেতাব জিতলেন সার্বিয়ার তারকা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appরবিবার রোলঁ গ্য়ারোজে প্রথম দুই সেট হেরে গিয়েও দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটান জোকার।
পরপর তিন সেট জিতে নেন তিনি। ৬-৭ (৮), ২-৬, ৬-৩, ৬-২, ৬-৪ সেটে গ্রিসের স্তেফানোস তিতিপাসকে হারালেন জকোভিচ।
৫২ বছর পর কোনও পুরুষ টেনিস খেলোয়াড় হিসাবে চারটি গ্র্যান্ড স্ল্যামই অন্তত দুবার করে জেতার নজির গড়লেন নোভাক। ১৯৬৯ সালে রড লেভার শেষবার এই কৃতিত্ব অর্জন করেছিলেন।
টেনিসের ইতিহাসে জকোভিচ তৃতীয় যাঁর এই নজির রয়েছে।
জকোভিচই একমাত্র প্লেয়ার যাঁর একই গ্র্যান্ড স্ল্যামে দুবার প্রথম দুই সেট হেরে পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়িয়ে চ্যাম্পিয়ন হয়েছেন।
২২ বছরের তিতিপাসের এটাই ছিল প্রথম গ্র্যান্ড স্ল্যাম ফাইনাল।
ফাইনালে দুরন্ত লড়াই করেও তিনি নোভাককে হারাতে পারলেন না।
২০১৬ সালের পর ফের ফরাসি ওপেনে চ্যাম্পিয়ন হলেন জোকার।
গ্র্য়ান্ড স্ল্যাম সংখ্যার বিচারে জকোভিচের সামনে এখন রজার ফেডেরার (২০) ও রাফায়েল নাদাল (২০)। ছবি: ফরাসি ওপেনের সোশ্যাল মিডিয়া থেকে নেওয়া
- - - - - - - - - Advertisement - - - - - - - - -