World Cup 2022: মেসি, রোনাল্ডোই শুধু নন, কাতারেই শেষ বিশ্বকাপ খেলতে নামবেন এই ফুটবলাররাও
ফ্রান্সের তারকা ফুটবলার করিম বেঞ্জেমার এটাই শেষ বিশ্বকাপ হতে চলেছে। রাশিয়া বিশ্বকাপে দলে ছিলেন না। কিন্তু ৩৪ বছরের এই স্ট্রাইকার কাতার বিশ্বকাপে মাঠে নামবেন বিশ্বকাপজয়ী দলের হয়ে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবয়স ৩৭। ২০১৮ বিশ্বকাপের পরই জানিয়ে দিয়েছিলেন যে কাতারে তিনি শেষবার মাঠে নামবেন। সেই মতো আসন্ন বিশ্বকাপই নিজের শেষ বিশ্বকাপ হতে চলেছে কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর।
উরুগুয়ের তারকা স্ট্রাইকার লুইস সুয়ারেজ তাঁর কেরিয়ারে এখনও পর্যন্ত তিনটি বিশ্বকাপ খেলেছেন। হয়ত নিজের চতুর্থ ও শেষ বিশ্বকাপটাই কাতারে খেলতে নামবেন লুইস সুয়ারেজ। দেশের জার্সিতে সর্বাধিক ৫৫টি গোল করেছেন তিনি।
স্পেনের ডিফেন্স লাইনের অভিজ্ঞ সৈনিক। তবে সাম্প্রতিক ফর্ম একদমই ভাল নয় র্যামোসের। তাই ৩৬ বছরের এই ফুটবলারকে কাতারেই শেষবার দেখা যেতে পারে।
২০০৮ সাল থেকে ফ্রান্স ফুটবল দলের হয়ে খেলছেন। দেশের জার্সিতে সর্বাধিক ১০৮টি ম্যাচ খেলেছেন। হুগো লরিসের জন্যও এটাই শেষ বিশ্বকাপ হতে চলেছে।
গত বিশ্বকাপে সবাইকে চমকে দিয়ে রানার্স আপ হওয়া ক্রোয়েশিয়া দলের অধিনায়ক ছিলেন লুকা মদ্রিচ। ৩৬ বছরের লুকা মদ্রিচ ২০১৮ ব্যালন ডি অঁর জিতেছিলেন। ৩৬ বছরের মদ্রিচও কাতারেই শেষবার মাঠে নামতে পারেন।
পোল্যান্ডের জার্সিতে ২০২২ বিশ্বকাপে খেলতে দেখা যাবে রবার্ট লেওয়ানডস্কিকে। ২০২৬ বিশ্বকাপের সময় লেওয়ানডস্কির বয়স হবে ৩৭ বছর। সেই বিশ্বকাপেও খেলতে দেখা যেতে পারে এই স্ট্রাইকারকে।
তালিকায় অবশ্যই নাম রয়েছেন লিওনেল মেসির। ৩৪ বছর বয়স। ২০১৪ সালে আর্জেন্তিনাকে ফাইনালে তুলেছিলেন। আগামী বিশ্বকাপেও দলকে সাফল্য এনে দিয়ে অবসরের পথে হাঁটতে পারেন ফুটবলের যুবরাজ।
জার্মানির অভিজ্ঞ গোলরক্ষক ম্যানুয়েল ন্যুয়ার। ৩৬ বছরের ন্যুয়ারের শেষ বিশ্বকাপ হতে পারে কাতার বিশ্বকাপই।
স্পেনের জার্সিতে তৃতীয় সর্বাধিক ম্যাচ খেলেছেন সের্জিও বুস্কেটস। এই মুহূর্তে তাঁর বয়স ৩৪। এই মিডফিল্ডারও শেষ বিশ্বকাপ খেলতে নামতে পারেন কাতারে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -