David Miller Birthday: আজ ডেভিড মিলারের জন্মদিন, একঝলকে কিলার- মিলারের সেরা ইনিংসগুলো
বিশ্ব ক্রিকেট তাঁকে কিলার মিলার নামে চেনে। আইপিএলের মঞ্চে অভিষেকেই নিজের জাত চিনিয়েছিলেন। আজ সেই ডেভিড মিলারের ৩৩ তম জন্মদিন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআইপিএলে সম্প্রতি গুজরাত টাইটান্সের হয়ে খেতাব জিতেছেন। গত আইপিএলে গুজরাতের চ্যাম্পিয়ন হওয়ার পেছনে।
গতকাল দক্ষিণ আফ্রিকার জার্সিতে ভারতের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতেও ৩১ বলে অপরাজিত ৬৪ রানের ঝোড়ো ইনিংস খেলে দলকে জিতিয়েছেন মিলার।
মিলার তাঁর আইপিএলের শুরুতে কিংস ইলেভেন পঞ্জাবের সদস্য ছিলেন। সেই দলের হয়ে ২০১৩ সালে আরসিবির বিরুদ্ধে ৩৮ বলে ঝোড়ো ১০১ রানের ইনিংস খেলে সবার নজরে এসেছিলেন।
২০১৫ সালে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৫৫ বলে ৮৯ রানের ইনিংসটিও তাঁর সেরা ইনিংসগুলোর একটি।
২০১৩ সালে পুণে ওয়ারিয়র্সের বিরুদ্ধে ৪১ বলে ৮০ রানের ঝোড়ো ইনিংস খেলেছিলেন মিলার।
পাঞ্জাব ফ্র্যাঞ্চাইজি ছেড়ে দেওয়ার পর ২ বছর রাজস্থান রয়্যালসের হয়ে খেলেন মিলার। এরপর এই মরসুমে গুজরাত
নিজের আইপিএল কেরিয়ারে ১০৫ ম্যাচ খেললে ১২টি অর্ধশতরান ও ১টি শতরান করেছেন। ঝুলিতে মোট ২৪৫৫ রান।
গুজরাত টাইটান্সের বিরুদ্ধে চলতি আইপিএলে চেন্নাইয়ের বিরুদ্ধে ৫১ বলে ৯৪ রানের ঝোড়ো ইনিংস খেলেন মিলার। টুর্নামেন্টের ফাইনালেও শেষ পর্যন্ত শুভমন গিলের সঙ্গে ক্রিজে দাঁড়িয়ে থেকে দলকে চ্যাম্পিয়ন করেছেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -